terrorist attack ভয়াবহ জঙ্গি হামলা, গোটা গ্রামজুড়ে হামলা! মৃত অন্তত ১৭০, কোথায় ঘটল জানেন?

Last Updated:

নাইজেরিয়ার ‘বোকা হারাম’ নামক সন্ত্রাসবাদী সংগঠনটিই এই হামলার মূলে রয়েছে৷ এক দশক ধরে তাঁরা নাইজেরিয়ার আন্তঃসীমান্ত স্ক্রাবল্যান্ডে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে৷

মারাত্মক জঙ্গী হানায় প্রায় ১৭০ জন গ্রামবাসী নিহত হয়েছেন
মারাত্মক জঙ্গী হানায় প্রায় ১৭০ জন গ্রামবাসী নিহত হয়েছেন
আবুজা: ৫ সেপ্টেম্বর রবিরার, নাইজেরিয়ায় মারাত্মক জঙ্গী হানা হল৷ ঘটনায় প্রায় ১৭০ জন গ্রামবাসী নিহত হয়েছেন৷
ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের মাফা গ্রামে৷ মনে করা হচ্ছে এটাই এখনও পর্যন্ত সাম্প্রতিক কালের নাইজেরিয়ায় সবচেয়ে ভয়াবহ জঙ্গী হানা৷
advertisement
নাইজেরিয়ার ‘বোকা হারাম’ নামক সন্ত্রাসবাদী সংগঠনটিই এই হামলার মূলে রয়েছে৷ এক দশক ধরে তাঁরা নাইজেরিয়ার আন্তঃসীমান্ত স্ক্রাবল্যান্ডে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে৷
advertisement
‘বোকা হারাম’ জঙ্গী গোষ্ঠী কয়েকমাস আগেই হামলার হঁশিয়ারি দিয়েছিল৷ তারপরই বাসিন্দাদের অনেকেই নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের মাফা গ্রামের বাসিন্দারা পালিয়ে গিয়েছেল৷
কিন্তু প্রশাসনের আশ্বাসের পর তাঁরা আবার ফিরে যায়৷ যদিও মাফা গ্রামের গোষ্ঠী প্রধান মিঃ কানেম্বুর তা বিশ্বাস করেননি৷ তাঁর আশঙ্কাই সত্যি হল৷ জঙ্গীরা গ্রাম বাসিন্দাদের মেরে ফেলল৷ নিহতের মধ্যে বেশিরভাগই পুরুষ৷
advertisement
মিঃ কানেম্বুরের সঙ্গে ইব্রাহিম হাসানও প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে৷ তিনি এখনও পর্যন্ত প্রায় ১৭০ জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷ এখনও পর্যন্ত নিখোঁজ বহু মানুষ৷ হামলার আঘাতে স্তম্ভিত হয়ে গিয়েছে, মাফা গ্রামের স্থানীয় বাসিন্দারা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
terrorist attack ভয়াবহ জঙ্গি হামলা, গোটা গ্রামজুড়ে হামলা! মৃত অন্তত ১৭০, কোথায় ঘটল জানেন?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement