Nepal Gen Z Protest: নেপালের এই একটা জিনিস ভারতের ঘরে ঘরে পাওয়া যায়! আপনার বাড়িতেও আছে নাকি? দেখে নিন

Last Updated:

Nepal gen Z Protest- নেপালে বিশৃঙ্খলা চলছেই। ভারতের প্রতিবেশী দেশের পরিস্থিতি ভাল নেই। নেপালের যুবসমাজ বর্তমান সরকার পতনের জন্য পূর্ণ উদ্যমে বিক্ষোভে ফেটে পড়েছে। ডিজিটাল সেন্সরশিপের কারণে যুবকরা রাস্তায় নেমেছে।

News18
News18
কলকাতা : নেপালে বিশৃঙ্খলা চলছেই। ভারতের প্রতিবেশী দেশের পরিস্থিতি ভাল নেই। নেপালের যুবসমাজ বর্তমান সরকার পতনের জন্য পূর্ণ উদ্যমে বিক্ষোভে ফেটে পড়েছে। ডিজিটাল সেন্সরশিপের কারণে যুবকরা রাস্তায় নেমেছে। ফলে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠেছে। এখনও পর্যন্ত বিক্ষোভের সময় প্রায় ২০ জনের মৃত্যু হয়েছে।
নেপালের জনগণ সরকারের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা এবং দুর্নীতির কারণে ক্লান্ত হয়ে প্রতিবাদ করছে। এর মধ্যে ভারতও নেপালের দিকে কড়া নজর রাখছে। নেপাল ভারতের ১৪তম বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। ভারত সাধারণত নেপালে ৭ বিলিয়ন ডলারের বেশি পণ্য রপ্তানি করে। আর নেপাল থেকে ১ বিলিয়ন ডলারের বেশি পণ্য আমদানি করে।
বিক্ষোভের মধ্যেই নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেছেন। নেপালে বিক্ষোভের মাঝেই মন্ত্রীরা একের পর এক পদত্যাগ করছেন। বিক্ষোভকারীরা যোগাযোগ মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। গৃহ মন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে আগুন লাগানো হয়েছে।
advertisement
advertisement
২০২৫ অর্থবছরে ৮ বিলিয়ন ডলারেরও বেশি দ্বিপাক্ষিক বাণিজ্য হয়েছে ভারত ও নেপালের মধ্যে। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরে ভারত প্রায় ৬৫ হাজার কোটি টাকার পণ্য রপ্তানি করেছিল। অন্যদিকে, ভারতও নেপাল থেকে প্রায় ১০ হাজার কোটি টাকার পণ্য আমদানি করেছিল।
আরও পড়ুন- কেন জার্সি নম্বর ৭৭? প্রিয় ৩ জিনিস থেকে প্রিয় বন্ধু, জন্মদিনে অজানা সব তথ্য জানালেন গিল
যদি ২০২১ অর্থবছরের কথা বলা হয়, তখন দুই দেশের রপ্তানি এবং আমদানের মধ্যে বিশাল ব্যবধান ছিল। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের তথ্য অনুযায়ী, ভারতের রপ্তানি ছিল ৬,৮৩৮.৪৬ মিলিয়ন ডলার, আর আমদানি ছিল মাত্র ৬৭৩.১৬ মিলিয়ন ডলার।
advertisement
তবে ২০২২ অর্থবছরে রপ্তানি ও আমদানের পরিস্থিতি ভাল হয়। ভারত ও নেপালের মধ্যে মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়ায় প্রায় ১১ বিলিয়ন ডলার। ২০২৩ অর্থবছরে মোট বাণিজ্যের পরিমাণ হয় ৮.৮৫ বিলিয়ন ডলার এবং ২০২৪ অর্থবছরে এটি কমে ৭.৮৭ বিলিয়ন ডলারে নেমে আসে।
অনেকেই জানেন না, নেপালের একটি পণ্য ভারতের প্রায় অনেক বাড়িতেই পাওয়া যায়। নেপালের Wai Wai Noodles পুরো বিশ্বে বিখ্যাত। নেসলের ম্যাগি ও আইটিসির ইয়েপ্পির সঙ্গে প্রতিযোগিতা করে এটি। ভারতের ইনস্ট্যান্ট নুডলস বাজারে ২৫% এরও বেশি শেয়ার ধরে রেখেছে ওয়াই ওয়াই। তাদের বার্ষিক ব্যবসা ₹৮ বিলিয়ন (৯৬.২ মিলিয়ন মার্কিন ডলার)।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Nepal Gen Z Protest: নেপালের এই একটা জিনিস ভারতের ঘরে ঘরে পাওয়া যায়! আপনার বাড়িতেও আছে নাকি? দেখে নিন
Next Article
advertisement
GST Reforms: উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? পর্যটক না ব্যবসায়ীদের লাভ? জানুন
উত্তরের ভ্রমণে এবারে আরও সস্তা! GST কমায় দার্জিলিংয়ে কতটা কমছে হোটেল ভাড়া? জানুন
  • নতুন GST নিয়মে ৭,৫০০ টাকার নিচে হোটেল ভাড়ার উপর ১২ শতাংশ থেকে কমে ৫ শতাংশ হবে।

  • পর্যটকদের জন্য নয়া GST নিয়মে খরচ কমবে, পাহাড়ি অঞ্চলে পর্যটকদের ভিড় বাড়বে।

  • হোটেল ও হোমস্টে মালিকদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে পর্যটকদের সাশ্রয় কতটা হবে।

VIEW MORE
advertisement
advertisement