আমন্ত্রণে সাড়া দিয়ে মোদিকে ধন্যবাদ ট্রাম্প কন্যার
Last Updated:
মোদির আমন্ত্রণে সাড়া দিলেন ইভাঙ্কা ট্রাম্প ৷
#ওয়াশিংটন : আমেরিকা সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করার পাশাপাশি ট্রাম্প ও ইভাঙ্কাকে ভারতে আসার আমন্ত্রণও জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই ডাকে সাড়া দিয়ে ইভাঙ্কা ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদিকে। এবছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্যোগপতি সম্মেলনে মার্কিন ব্রিগেডকে নেতৃত্ব দেওয়ার জন্য তাঁকে বেছে নেওয়ায় ভারতের প্রধানমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ইভাঙ্কা ৷
মোদির আমন্ত্রণের কথা জানান ট্রাম্প নিজেই ৷ তিনি বলেন, ‘‘ আমার মেয়ে ইভাঙ্কাকে ভারতে যাওয়ার জন্য আমন্ত্রণ করেন মোদি ৷ মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেওয়ার জন্য ইভাঙ্কাকে আহ্বান করেছেন তিনি ৷ আমি বিশ্বাস করি ইভাঙ্কা সেই আমন্ত্রণ গ্রহণ করবে ৷ ’’
বাবার এই কথার পর মোদির আমন্ত্রণের জবাব দিতে বিশেষ সময় নেননি ইভাঙ্কা ৷ তিনি বর্তমানে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী ৷ অতিতে মডেলিংের জগতেও অত্যন্ত জনপ্রিয় ছিলেন ৷
advertisement
advertisement
Thank you, Prime Minister Modi, for inviting me to lead the U.S. delegation to the Global Entrepreneurship Summit in India this fall. pic.twitter.com/ZNwmTTnGYD
— Ivanka Trump (@IvankaTrump) June 27, 2017
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 27, 2017 1:40 PM IST