School Massacre: মর্মান্তিক! আমেরিকায় ফের ছোটদের স্কুলে বেধড়ক গুলি বন্দুকবাজের, মৃত ২১

Last Updated:

আমেরিকা সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ২০২২ এ এখনও অবধি ৩০ টি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷

America 21 children killed-in-texas-school-shooting-
America 21 children killed-in-texas-school-shooting-
#টেক্সাস: আমেরিকার টেক্সাস থেকে ফের মারাত্মক বন্দুকবাজের হামলা৷ এবার স্কুলের চত্বরে হামলা৷ এখনও এলোপাথাড়ি গুলিতে ২১ পড়ুয়ার মৃত্যু হয়েছে৷ জানা যাচ্ছে ১৮ বছরের তরুণ স্কুল পড়ুয়াদের ওপর দেদার গুলি চালাতে শুরু করে৷ এখনও অবধি পাওয়া রিপোর্টের ভিত্তিতে জানা গেছে যে পড়ুয়ারা মারা গেছে তাদের বয়স ৭ থেকে ১০ বছর অবধি৷ এরা সকলেই গ্রেড ২, ৩, ৪ বাচ্চা৷ আমেরিকার আধিকারিকদের মতে সন্ধিগ্ধ হামলাকারীও মৃত্যু হয়েছে৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে৷
খবরের এজেন্সি AP-র মত অনুসারে বন্দুকধারী এক হাতে হ্যান্ডগান অন্য হাতে রাইফেল ছিল৷ এই নিয়ে সে রব এলিমেন্ট্রি স্কুলে ঢুকে আসে৷ জানা যাচ্ছে হামলাকারী সেন এটোনিয়ার বাসিন্দা৷ হোয়াইট হাউসের প্রেস সচিব কারাইন জিন পিয়ের জানিয়েছিলেন রাষ্ট্রপতি জো বাইডেনকে এই হামলার বিষয়ে জানানো হয়েছিল৷
advertisement
advertisement
জো বাইডেন এই হামালার ঘটনার তীব্র নিন্দা করেছেন এইভাবে এতগুলি প্রাণের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন৷ পাশাপাশি তিনি অস্ত্র রাখার আইনে বদল আনার উল্লেখ করেছেন৷
আমেরিকার হোয়াইট হাউসের প্রেস সচিব বলেছেন হামলাকারী সেন এটোনিয়ার বাসিন্দা৷ বাইডেন পাঁচদিনের এশিয়া সফর সেরে ফিরছেন৷
হামলাকারী নিজের দিদাকে মারেন
সিএনএন -র কথা অনুযায়ি শ্যুটার স্কুল যাওয়ার আগে নিজের দিদাকেও মেরে দেয়৷ এই হামলায় দুজন পুলিশ আধিকারিকও আক্রান্ত হয়েছেন৷ জো বাইডেন বলেছেন, ‘‘সময় এসে গেছে যখন আমরা এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ নিই, আমাদের প্রার্থণা এই শিশুদের বাবা-মায়ের জন্য৷’’
advertisement
গত সপ্তাহেই গুলি চলে
আমেরিকায় গুলি চালানোর ঘটনা লাগাতার বেড়ে চলেছে৷ গত সপ্তাহে নিউইয়র্কের বফেলো শহেরর এক সুপার মার্কেটেও গুলিবৃষ্টি হয়েছি৷ এরপর দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি চার্চে ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে৷ এগুলি জাতিবিদ্বষগত হিংসা হিসেবেই দেখা হচ্ছে৷
advertisement
আমেরিকা সংবাদমাধ্যমের খবর অনুযায়ি ২০২২ এ এখনও অবধি ৩০ টি স্কুলে গুলি চালানোর ঘটনা ঘটেছে৷ এতে ৩০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে, ৫০ র বেশি মানুষ আহত হয়েছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
School Massacre: মর্মান্তিক! আমেরিকায় ফের ছোটদের স্কুলে বেধড়ক গুলি বন্দুকবাজের, মৃত ২১
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement