Dhupguri: লিচু খাওয়ার চরম খেসারত দিল খুদে শিশু, পরিণতি মর্মান্তিক
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সোনাখালির চামড়া গুদাম এলাকায়। লিচুর বিজ গলায় আটকে মর্মান্তিক দুর্গতি ৭ বছরের শিশুর৷
#ধূপগুড়ি: ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সোনাখালির চামড়া গুদাম এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আলতা গ্রামের বাসিন্দা হাসিনুর ইসলামের মেয়ে আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিল ।
দুপুরবেলায় সকলে মিলে লিচু খেতে বসেছিল। আচমকাই লিচুর একটি বীজ এই শিশুটির গলায় আটকে যায়। শিশুটি অচৈতন্য হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সেই শিশুটিকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
advertisement
ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানায় যে শিশুটি মৃত্যু হয়েছে। এই খবর শোনা মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারের উপরে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2022 5:58 PM IST