#ধূপগুড়ি: ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের সোনাখালির চামড়া গুদাম এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আলতা গ্রামের বাসিন্দা হাসিনুর ইসলামের মেয়ে আত্মীয়র বাড়িতে ঘুরতে এসেছিল ।
দুপুরবেলায় সকলে মিলে লিচু খেতে বসেছিল। আচমকাই লিচুর একটি বীজ এই শিশুটির গলায় আটকে যায়। শিশুটি অচৈতন্য হয়ে পড়ে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি সেই শিশুটিকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
আরও পড়ুন - East Medinipur News: প্রাচীন ময়নাগড়ের লোকেশ্বর শিব মন্দির, জাগ্রত ‘এই’ মন্দির
ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানায় যে শিশুটি মৃত্যু হয়েছে। এই খবর শোনা মাত্রই শোকের ছায়া নেমে আসে গোটা পরিবারের উপরে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।