AK 47 কিনেছিল নাতি, ছক কষেছিল গণহত্যার ! শেষ মুহূর্তে সেই 'প্ল্যান' ভেস্তে দিল ঠাকুমা

Last Updated:

গোটা বিশ্বে ভয়ঙ্কর আকার নিচ্ছে গণহত্যা । প্রায় প্রতিদিনই খবরের কাগজ বা সংবাদপত্র খুললে চোখে পড়ে গণহত্যায় মৃত্যুর ঘটনা! সম্প্রতি ধ্বংসাত্মক এই কাজ থেকে নিজের নাতিকে রুখে দিলেন ঠাকুমা

#টেক্সাস: গোটা বিশ্বে ভয়ঙ্কর আকার নিচ্ছে গণহত্যা । প্রায় প্রতিদিনই খবরের কাগজ বা সংবাদপত্র খুললে চোখে পড়ে গণহত্যায় মৃত্যুর ঘটনা! সম্প্রতি ধ্বংসাত্মক এই কাজ থেকে নিজের নাতিকে রুখে দিলেন ঠাকুমা।
টেক্সাসের বাসিন্দা বছর উনিশের উইলিয়াম প্যাট্রিক ৷ জুলাইয়ের মাঝ বরাবর তিনি দুটো একে ৪৭ বন্দুক কিনেছিলেন । টেক্সাস পুলিশের তরফে জানানো হয়, ১৩ তারিখ বন্দুক দুটি নিয়ে লুবকের একটি হোটেলে ওঠে প্যাট্রিক। সেখান থেকেই ঠাকুমাকে ফোন সেই 'ভয়ঙ্কর' কথাটি বলেন... তাঁর ময়াগাজিন দুটিতে গুলি ভর্তি, তিনি গণহত্যা করতে চান। পুলিশের হাতে ধরা পড়লে, আত্মঘাতী হবেন। হোটেলের রুম নম্বরও ঠাকুমাকে জানান।
advertisement
আর এক মুহূর্ত দেরী করেননি বৃদ্ধা। পুলিশকে ফোন করে সমস্ত ঘটনা খুলে জানান ৷ লুবক পুলিশ নিমেষে পৌঁছান সেই হোটেলে। রুমে ঢুকে দেখা যায় প্যাট্রিক বিছানায় শুয়ে রয়েছেন। পুলিশকে দেখে সঙ্গে সঙ্গে একটি রাইফেল নিয়ে আত্মহত্যা করতে যান যুবক ৷ কিন্তু পুলিশের তৎপরতায় রক্ষা পান প্যাট্রিক৷ তাঁকে উদ্ধার করে মানসিক চিকিৎসার জন্য লুবকের কনভেনান্ট মেডিক্যাল সেন্টারে ভর্তি করা হয়৷ পুলিশরর প্রাথমিক অনুমান, প্যাট্রিক অবসাদগ্রস্ত ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
AK 47 কিনেছিল নাতি, ছক কষেছিল গণহত্যার ! শেষ মুহূর্তে সেই 'প্ল্যান' ভেস্তে দিল ঠাকুমা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement