Sweden School Shooting: সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলায় দশ জনের মৃত্যু, নিহত আততায়ীও!

Last Updated:

এখনও আততায়ীর পরিচয় এবং হামলার পিছনে কী কারণ, তা জানতে পারেনি পুলিশ৷

সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলা৷ ছবি- রয়টার্স
সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলা৷ ছবি- রয়টার্স
স্টকহোম: সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলায় মৃত্যু হল দশ জনের৷ মৃতদের মধ্যে আততায়ী নিজেও রয়েছে বলে খবর৷ যদিও আততায়ীর পরিচয় এখনও জানতে পারেনি পুলিশ৷
রাজধানী স্টকহোম থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে মধ্য সুইডেনের ওবেরোর একটি স্কুলে এই ঘটনা ঘটেছে বলে খবর৷  তবে মৃতের সংখ্যা দশজনের বেশি কি না, সে বিষয়ে এখনও নিশ্চিত নয় পুলিশ৷ কী কারণে এই হামলার চালাল আততায়ী, তাও খতিয়ে দেখছে পুলিশ৷
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, হামলা চালানোর পর সম্ভবত নিজেই নিজেকে গুলি করে আত্মঘাতী হয় আততায়ী৷ সুইডেনের বিচার বিভাগের মন্ত্রী জাস্টিস স্ট্রমার জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুরোদমে পুলিশি অভিযান চলছে৷ গোটা পরিস্থিতির উপর নজর রাখছে সুইডেন সরকার৷ পুলিশের সঙ্গেও সমন্বয় রাখা হচ্ছে৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার সময় তিনটি জোরাল শব্দ শোনেন তাঁরা৷ এর পরেই চিৎকার শুরু হয়ে যায়৷ তবে বরাতজোরে হামলার সময় স্কুলে পড়ুয়াদের সংখ্যা কম ছিল৷ কারণ মঙ্গলবার একটি জাতীয় স্তরের পরীক্ষার পর পড়ুয়াদের অনেকেই ক্যাম্পাস ছেড়ে চলে গিয়েছিল৷ তা না হলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারত৷ ঘটনায় শোকপ্রকাশ করেছেন সুইডেনের প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসনও৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Sweden School Shooting: সুইডেনের স্কুলে বন্দুকবাজের হামলায় দশ জনের মৃত্যু, নিহত আততায়ীও!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement