প্রতিবাদের নতুন ভাষা ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্ট, ছবি দেখে এই দাবি তুললেন তসলিমা নাসরিন

Last Updated:
#ঢাকা: ভিড়ে ঠাসা ট্রেন-বাস ৷ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে রোজকার দৌড়-ঝাঁপ ৷ অফিস কিংবা স্কুল-কলেজ ৷ কিংবা সন্তানকে স্কুলে পৌঁছে দেওয়া ৷ ছাড়ুন এ সব কিছুই নয় ৷ আপনার ইচ্ছে হয়েছিল একটু ঘুরে আসতে তাই ভিড় বাস কিংবা ট্রেনে উঠে পড়েছিলেন ৷ এতক্ষণ সব ঠিকঠাক ছিল ৷ কিন্তু অযাচিত, অস্বস্তিকর হাত কিংবা কনুইগুলো যখন শরীর ছুঁলো ৷ অপমান-রাগ আর ঘেন্নায় গোটা শরীর, মস্তিষ্ক, মনটা যেন দুমড়ে মুচড়ে আসছে ৷
এমন অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি মাঝেমধ্যেই হন মহিলারা ৷ বাসে শরীরের বিশেষ অংশে কুমতলবি সহযাত্রী হাতের আনাগোনা রুখতে কেউ চিৎকার জোড়েন ৷ কেউ আবার প্রতিবাদ করেন ৷ কেউ বা লজ্জায় কুঁকড়ে যান ৷ সঙ্কোচ বোধ করেন মুখ খুলতে ৷ তবে, সমাজ বদলাচ্ছে আর নয় ৷ কুমতলবি সহযাত্রী দৃর হঠো ৷ প্রতিবাদের ভাষা বদলাচ্ছে ৷ মহিলাদের এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে আর রুখে দাঁড়াতে সাহায্য করছে বাংলাদেশের একটি বস্ত্র বিপণী সংস্থা ৷
advertisement
সে দেশের একটি অনলাইন তৈরি করেছে কিছু টি শার্ট তাতে লেখা কিছু স্লোগান ৷ যার মধ্যে ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’লেখা টি-শার্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ৷ এই টি-শার্ট গায়ে পরা মানেই যে বিকৃত মানসিকতার সহযাত্রী সংযত হয়ে যাবেন তা নয়৷ তবে তাঁদের কাছে প্রতিবাদের বার্তা পৌঁছে দেওয়াই উদ্দেশ্য বিপণন সংস্থার প্রধান জিনাত নিশার৷ তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত মতামত প্রকাশ করেন৷ আর তা নিয়েই এখন নেটদুনিয়ায় চলছে জোর আলোচনা৷
advertisement
advertisement
সেই পোস্টটি চোখে পড়েছে বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনেরও ৷ তিনি এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি লেখাও লিখেছেন ৷ তসলিমা ওই ‘টি-শার্ট’-এ আরও কিছু স্লোগানের দাবি তুলেছেন ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
প্রতিবাদের নতুন ভাষা ‘গা ঘেঁষে দাঁড়াবেন না’ টি-শার্ট, ছবি দেখে এই দাবি তুললেন তসলিমা নাসরিন
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement