Viral Video: ৩ হাজার লিটার মদ খালে ফেলে দিল তালিবান! দেখুন ভাইরাল হওয়া ভিডিও
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
Taliban: একটি বার্তাও দেওয়া হয়েছে তালিবানের তরফ থেকে। এক নেতাকে ভিডিওতে দেখা গিয়েছে, তিনি বলছেন, "মুসলিমদের কোনওরকম মদ তৈরি ও বিক্রির বিষয়ে অংশগ্রহণ করা উচিত নয়। এটি ধর্ম বিরুদ্ধ।"
#কাবুল: মদ বিক্রিতে দেশজোড়া নিষেধাজ্ঞা। আর সেই নিয়ম পালনের বিষয়টি কড়া হাতে নিয়ন্ত্রণ করছে আফগানিস্তানের (Afgainsthan) তালিবান সরকার (Taliban)। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা গিয়েছে, তালিবান গোয়েন্দা দফতরের কর্মীরা প্রায় ৩ হাজার লিটার মদ ফেলে দিচ্ছেন খালের জলে। আফগানিস্তানের গোয়েন্দা দফতরের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ মদের পরিমাণের কথা উল্লেখ করা হয়েছে। কাবুলে একটি দেশি মদ তৈরির কারখানায় তল্লাশি চালানোর পর আফগানিস্তানের গোয়েন্দা দফতরের আধিকারিকরা ফেলে দিয়েছেন সেই মদ। ভিডিও শেয়ার করা হয়েছে জেনারেল ডিরেক্টর অফ ইন্টিলিজেন্সের টুইটার অ্যাকাউন্ট থেকে।
পাশাপাশি একটি বার্তাও দেওয়া হয়েছে তালিবানের তরফ থেকে। এক নেতাকে ভিডিওতে দেখা গিয়েছে, তিনি বলছেন, "মুসলিমদের কোনওরকম মদ তৈরি ও বিক্রির বিষয়ে অংশগ্রহণ করা উচিত নয়। এটি ধর্ম বিরুদ্ধ।" এটা এখনও স্পষ্ট নয় যে কখন এই তল্লাশি চালানো হয়েছিল, ও কখন এভাবে বাজেয়াপ্ত করা মদ ফেলে দেওয়া হল খালের জলে। গোয়েন্দা দফতরের পক্ষ থেকে বলা হয়েছে, বেআইনি মদ তৈরি ও বিক্রির জন্য তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
advertisement
আরও পড়ুন- করোনার পর ফ্লরোনা, এক সঙ্গে কোভিড ও ইনফ্লুয়েঞ্জা, শুরু মারণ রোগের দাপট
আফগানিস্তানে অনেকদিন ধরেই মদ বিক্রির বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এমনকী পশ্চিমী শক্তির আওতায় যখন আফগানিস্তানে সরকার চলত, তখনও মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল। তবে এতটা কড়াকড়ি হয়ত ছিল না। যেহেতু মুসলিম ধর্মীয় আইনের আরও কড়া শাসন শুরু হয়েছে তালিবানের শাসনকালে, সেই কারণে তালিবান শাসনে মদ বিক্রি ও তৈরির উপর চলছে কড়া নজরদারি।
advertisement
advertisement
আরও পড়ুন : করোনার রূপভেদ আরও বাড়বে, আসবে আরও ঢেউ, ভয়ঙ্কর ভবিষ্যতের ইঙ্গিত চিকিৎসকের
গত বছর অগস্ট মাসের ১৫ তারিখে আফগানিস্তানের ক্ষমতা দখল করে তালিবান। তার পর থেকে একাধিক আইন তারা কার্যকর করেছে। যদিও সবটা স্পষ্ট নয়, তবু বলা চলে, তালিবান আমলে অনেককিছুই বদলে গিয়েছে আফগানিস্তানে।
advertisement
د ا.ا.ا د استخباراتو لوی ریاست ځانګړې عملیاتي قطعې د یو لړ مؤثقو کشفي معلومات پر اساس د کابل ښار کارته چهار سیمه کې درې تنه شراب پلورونکي له شاوخوا درې زره لېتره شرابو/الکولو سره یو ځای ونیول. نیول شوي شراب له منځه یوړل شول او شراب پلورونکي عدلي او قضايي ارګانونو ته وسپارل شول. pic.twitter.com/qD7D5ZIsuL
— د استخباراتو لوی ریاست-GDI (@GDI1415) January 1, 2022
advertisement
আগাগোড়া চিন্তা বেড়েছে মহিলাদের নিরাপত্তা ও স্বাধীনতার বিষয়টি নিয়েও। যদিও, তালিবান শাসকদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আগের বারের তালিবানি শাসনের থেকে এ বারের শাসন অনেকটাই আলাদা হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 03, 2022 12:44 PM IST