টার্গেট পাকিস্তান! সন্ত্রাস ইস্যুতে চিন-রাশিয়ার সঙ্গে বৈঠকে সুষমা

Last Updated:

ভারত-চিন-রাশিয়া ত্রিপাক্ষিত বৈঠকে পুলওয়ামায় হামলার প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী৷

#উঝেন: মঙ্গলবার ভোর রাতে বালাকোটে এয়ার স্ট্রাইক নিয়ে চিনে ত্রিপাক্ষিক বৈঠক করলেন ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ৷ ভারত-চিন-রাশিয়া ত্রিপাক্ষিত বৈঠকে পুলওয়ামায় হামলার প্রসঙ্গ তোলেন বিদেশমন্ত্রী৷
চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-কে পরিস্থিতি জানিয়ে সুষমা স্বরাজ বলেন, বালাকোটে সামরিক অভিযান হয়নি৷ আমি এমনটা সময় চিনে এসেছি যখন ভারতের প্রতিটা প্রান্তে শুধু দুঃখ আর রাগ পুঞ্জীভূত হচ্ছে৷ জম্মু-কাশ্মীরের প্রতিরক্ষা বাহিনীর ওপর জঘন্যতম হামলা করা হয়েছে৷
মঙ্গলবারই হামলা-পাল্টা হামলা প্রসঙ্গে চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র লু কাং ভারত ও পাকিস্তান দুই দেশকেই শান্তি বজায় রাখার আর্জি জানিয়ে বলেন, ‘‘ভারত ও পাকিস্তান এই দু দেশই দক্ষিণ এশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। দু দেশের মধ্যে সুসম্পর্ক এবং সহযোগিতা একই সঙ্গে এ দুদেশের স্বার্থে যেমন জরুরি, তেমনই সমগ্র দক্ষিণ এশিয়ায় শান্তি ও সুস্থিতি বজায় রাখার জন্যও তা প্রয়োজনীয়।’’
advertisement
advertisement
প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় ভারতের ওপর পাকিস্তানের জঙ্গি হামলার জবাব দিতে মঙ্গলবার ভোররাতে পাকিস্তানে এয়ার স্ট্রাইক করে ভারতীয় বায়ুসেনা৷ বালাকোটে জইশ-ই-মহম্মদের সবচেয়ে বড় জঙ্গিঘাঁটিতে হাজার কেজি বিস্ফোরক ফেলা হয়৷ হামলায় মৃ্ত্যু হয়েছে একাধিক জঙ্গি সহ সেনা কমান্ডারের৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
টার্গেট পাকিস্তান! সন্ত্রাস ইস্যুতে চিন-রাশিয়ার সঙ্গে বৈঠকে সুষমা
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement