দুবাইয়ের COP28-র আলোচনাচক্রে শ্রী শ্রী রবিশঙ্কর, একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ

Last Updated:

COP28-এ একাধিক কর্মসূচিতে তিনি যোগ দেন। এই কর্মসূচির মাধ্যমে গোটা অনুষ্ঠানে শান্তির বার্তা ছড়িয়ে দেন

দুবাইয়ের COP28-র আলোচনাচক্রে শ্রী শ্রী রবিশঙ্কর
দুবাইয়ের COP28-র আলোচনাচক্রে শ্রী শ্রী রবিশঙ্কর
দুবাই: দুবাইয়ের COP28-র আলোচনাচক্রে অংশ নিয়েছেন গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্কর। ৪ দিনের এই সফরে তাঁর বেশ কিছু কর্মসূচি ছিল। আরব আমিরাতের উচ্চ নেতৃত্বের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। COP28-এ একাধিক কর্মসূচিতে তিনি যোগ দেন। এই কর্মসূচির মাধ্যমে গোটা অনুষ্ঠানে শান্তির বার্তা ছড়িয়ে দেন।
আরব আমিরাতের উচ্চ নেতৃত্বের সঙ্গে বৈঠক চলাকালীন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। যা মানবিক মূল্যবোধ এবং শান্তিপূর্ণ সহাবস্থানের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারাভিযানকে চালিয়েছেন। তাঁর উদ্যোগে ৭০টি নদী পুনরুজ্জীবন, ৩৬টি দেশে ৮১.২ মিলিয়ন গাছ রোপণ এবং ২.২ মিলিয়ন কৃষককে টেকসই, পরিবেশ-বান্ধব, প্রাকৃতিক চাষ পদ্ধতি অবলম্বন করতে পথ দেখিয়েছেন।
তিনি জাতিসংঘের পরিবেশ কর্মসূচির সঙ্গে একটি বক্তৃতা দেন, যেখানে তিনি জীবনধারা গড়ে তোলার কৌশল হিসাবে অভ্যন্তরীণ রূপান্তরের গুরুত্ব সম্পর্কে বিশদভাবে বর্ণনা করবেন। পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষার বিষয়ে তুলে ধরবেন। এই গুরুত্বপূর্ণ অধিবেশন এইচ.ই.  শেখ নাহিয়ান বিন মুবারক আল নাহিয়ান, মন্ত্রিসভার সদস্য এবং সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রী, অন্যান্য সেলিব্রিটিরা যোগ দেবেন।
advertisement
advertisement
COP28 এর জন্য নির্ধারিত তাঁর অসংখ্য ঠিকানাগুলির মধ্যে, তিনি ৬ ডিসেম্বর কলম্বিয়ান প্যাভিলিয়নে একটি গুরুত্বপূর্ণ বক্তৃতা দেবেন। এই ভাষণে, তিনি ২০১৫ সালের কলম্বিয়ার গৃহযুদ্ধের অবসানে তাঁর ভূমিকার কথা বলেন। এছাড়াও বিশিষ্ট ব্যবসায়িক এবং সম্প্রদায়ের ব্যক্তিত্বদের তাদের কৃতিত্ব ও পরোপকারের স্বীকৃতি হিসাবে সম্মানিত করা হয়
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দুবাইয়ের COP28-র আলোচনাচক্রে শ্রী শ্রী রবিশঙ্কর, একাধিক কর্মসূচিতে অংশগ্রহণ
Next Article
advertisement
West Bengal Weather Update: ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
ফিরছে জাঁকিয়ে শীত, দক্ষিণবঙ্গে ফের নামবে তাপমাত্রা ! ঠান্ডা বাড়বে গোটা রাজ্যেই
  • দক্ষিণবঙ্গে আগামী দু’দিন সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমবে

  • ফিরছে শীত

  • জাঁকিয়ে ঠান্ডা গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
advertisement