Home /News /international /
শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১৫

শ্রীলঙ্কায় ধারাবাহিক বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২১৫

 • Share this:

  #কলম্বো: রবিবার সাতসকালে ধারাবাহিক বিস্ফোরণে রক্তাক্ত শ্রীলঙ্কা ৷ মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে ৷ মৃতের সংখ্যা ছুঁয়েছে প্রায় ২১৫ ৷ আহতের সংখ্যা বহু ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে ৷ এই ঘটনায় নিহতদের মধ্যে ভারতীয় ও পাকিস্তানি নাগরিকের সংখ্যা প্রায় ৩৫ ৷ এখনও অবধি এই বিস্ফোরণের ঘটনার সঙ্গে যুক্ত থাকায় ৭ জনকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার পুলিশ ৷

  থম বিস্ফোরণের ধাক্কা সামলে উঠতে না উঠতেই আবারও কেঁপে উঠল শ্রীলঙ্কা ৷ ১টি হোটেলে জোরাল বিস্ফোরণ ঘটে ৷ সপ্তম বিস্ফোরণটি হয় দেহিওয়ালার একটি হোটেলে ৷ এই বিস্ফোরণের জেরে অন্ততপক্ষে ২ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ৷ স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তারা ৷

  তবে এই ঘটনা মোটেই আকষ্মিক নয় ৷ ১০ দিনে আগেই খবর ছিল এই আত্মঘাতীর হামলা ৷ এমনকী, এই হামলা নিয়ে সতর্ক শ্রীলঙ্কার পুলিশ প্রধান ৷ এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা এএফপি। দশ দিন আগের সেই সতর্কবার্তা তাদের হাতেও এসেছে বলে দাবি করেছে এএফপি।

  সংবাদ সংস্থার আরও জানিয়েছে, ১১ এপ্রিল এই ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রের খবর এসেছিল শ্রীলঙ্কার গোয়েন্দাদের হাতে ৷ এই খবর পাওয়া মাত্রই দেশের শীর্ষ পুলিশ কর্তাদের কাছে সতর্কবার্তাও পাঠিয়েছিল শ্রীলঙ্কা পুলিশের প্রধান পুজুথ জয়সুন্দর ৷ পুলিশ প্রধান এমনকী, সতর্কবার্তায় জানিয়েছিলেনস হামলা হতে পারে কলম্বোর ভারতীয় হাই কমিশনেও ৷

  কিছু সময়ের ব্যবধানে আবারও কেঁপে উঠল শ্রীলঙ্কা ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ সকলেই এই ঘটনায় চরম নিন্দা প্রকাশ করেছে ৷

  First published:

  Tags: Dead, News, Sri Lanka, Srilanka Blast, Update

  পরবর্তী খবর