দেশের মানুষের অসম্ভব খারাপ সময়, পেট্রোল পাম্পে চা ও রুটি খাওয়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা

Last Updated:

সঙ্কটের সময় অন্য রূপে দেখা গেল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রোশন মহানামাকে (Roshan Mahanama)। আর্থিক সঙ্কটের মোকাবিলা করছে দেশের মানুষ, পেট্রোল পাম্পে চা ও রুটি পরিবেশন করছেন শ্রীলঙ্কার ক্রিকেটার!

Sri Lanka crisis ex lankan cricketer serves tea buns
Sri Lanka crisis ex lankan cricketer serves tea buns
#নয়াদিল্লি: আর্থিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা (Sri Lanka) খাদ্য, জ্বালানি, ওষুধের তীব্র ঘাটতির বিরুদ্ধে লড়াই করছে। জ্বালানি নেওয়ার জন্য এখন শ্রীলঙ্কার পেট্রল পাম্পগুলিতে (Petrol Pump) থাকছে ঘণ্টার পর ঘণ্টা লম্বা লাইন। অনেকেই সেখানে না খেয়ে সকাল থেকে লাইন দিচ্ছেন। গরমের কারণে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। এমন সঙ্কটের সময় অন্য রূপে দেখা গেল শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার রোশন মহানামাকে (Roshan Mahanama)। কলম্বোর একটি পেট্রোল পাম্পে তিনি ক্রেতাদের মধ্যে চা (Tea) ও বান (Bun) রুটি বিতরণ করছেন। চা এবং বান রুটি পরিবেশন করার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন রোশন।
রোশন তাঁর ট্যুইটার হ্যান্ডেলে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, "আমরা আজ সন্ধ্যায় ওয়ার্ড প্লেস (Ward Place) এবং উইজেরামা মাওয়াথার (Wijerama mawatha) চারপাশে পেট্রোল লাইনে থাকা লোকদের জন্য কমিউনিটি মিল শেয়ার দলের সঙ্গে চা এবং বান রুটি পরিবেশন করেছি। লাইনগুলি দিন দিন দীর্ঘ হচ্ছে এবং লাইনে থাকা লোকেদের জন্য অনেক স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকিও থাকে।"
advertisement
advertisement
রোশন আরও অনুরোধ করেছেন, "অনুগ্রহ করে পেট্রোল পাম্পের লাইনে একে অপরের যত্ন নিন। পর্যাপ্ত তরল এবং খাবার নিয়ে আসুন। যদি আপনি ভাল না থাকেন, অনুগ্রহ করে আপনার পাশের সবচেয়ে কাছের ব্যক্তির সঙ্গে যোগাযোগ করুন এবং সহায়তার জন্য বলুন বা ১৯৯০ নম্বরে কল করুন। আমাদের একে অপরের যত্ন নেওয়া দরকার এই কঠিন সময়ে।”
advertisement
advertisement
শ্রীলঙ্কায় বিভিন্ন জায়গায় জ্বালানির জন্য পেট্রোল পাম্পগুলির সামনে গাড়ির লম্বা লাইন রয়েছে। জ্বালানি স্টেশন পাহারা দিতে সশস্ত্র পুলিশ ও সেনা মোতায়েন করেছে শ্রীলঙ্কা সরকার। যাতায়াত কমাতে এবং জ্বালানির মজুত সংরক্ষণের জন্য সরকারি প্রতিষ্ঠান এবং স্কুলগুলোতে দুই সপ্তাহের ছুটি পর্যন্ত ঘোষণা করতে হয়েছে বাধ্য হয়েছে শ্রীলঙ্কা সরকার।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দেশের মানুষের অসম্ভব খারাপ সময়, পেট্রোল পাম্পে চা ও রুটি খাওয়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটাররা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement