Donald Trump: পদত্যাগ করবেন ট্রাম্প? আজ রাতে হোয়াইট হাউজ থেকে কোন বড় ঘোষণা, গোটা বিশ্বে তুমুল জল্পনা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
আজ রাতেই নাকি ফের হোয়াইট হাউজ থেকে বড় কোনও বার্তা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প৷
ভারত সহ বিশ্বের প্রায় সব দেশের উপরে চড়া শুল্ক বোঝা চাপিয়ে গোটা বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করে দিয়েছেন তিনি৷ বদলে দিয়েছেন কূটনৈতিক সম্পর্কের হিসেব নিকেশও৷ তার পর গত কয়েক দিন ধরেই হঠাৎ জনসমক্ষ থেকে উধাও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ এমন কি ট্রাম্পের স্বাস্থ্য তো বটেই, মার্কিন প্রেসিডেন্টের মৃত্যু জল্পনাতেও তোলপাড় হয়েছে বিশ্ব৷
এই পরিস্থিতিতে আজ রাতেই নাকি ফের হোয়াইট হাউজ থেকে বড় কোনও বার্তা দিতে পারেন ডোনাল্ড ট্রাম্প৷ হোয়াইট হাউজ থেকে এই খবর জানানোর পরই গোটা বিশ্ব জুড়ে কৌতূহল সৃষ্টি হয়েছে৷ ট্রাম্প বড় কোন ঘোষণা করতে পারেন, তারই আগাম অনুমান চলছে বিশ্ব জুড়ে৷ সেই জল্পনায় এমনও দাবি করা হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নাকি আজ রাতেই পদত্যাগ ঘোষণা করতে পারেন৷ ট্রাম্পের পদত্যাগের সম্ভাবনার উপরে জোর দিচ্ছেন যাঁরা, নিজেদের যুক্তির স্বপক্ষে ট্রাম্পের ভঙ্গুর স্বাস্থ্যের যুক্তি দিচ্ছেন তাঁরা৷
advertisement
গত ২৫ অগাস্ট শেষবার জনসমক্ষে দেখা গিয়েছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে৷ মার্কিন সরকারের সেই ক্যাবিনেট বৈঠকে ট্রাম্পের হাতে আঘাতের ছবিও ধরা পড়ে৷ হোয়াইট হাউজের প্রেস সচিব অবশ্য জল্পনা কাটাতে দাবি করেন, সারাদিন অসংখ্য মানুষের সঙ্গে করমর্দন করতে গিয়েই হাতে সামান্য সমস্যা অনুভব করছেন আমেরিকার প্রেসিডেন্ট৷ যদিও হোয়াইট হাউজের এই তত্ত্ব কতটা বিশ্বাসযোগ্য, তা নিয়ে প্রশ্ন থেকেই গিয়েছিল৷
advertisement
advertisement
ওই দিনের পর থেকেই জনসমক্ষে আর দেখা যায়নি মার্কিন প্রেসিডেন্টকে৷ আর তাঁর এই আচমকা অজ্ঞাতবাসের কারণে ট্রাম্পের স্বাস্থ্যের অবস্থা কেমন তা নিয়ে জল্পনা ছড়ায়৷ এমন কি সমাজমাধ্যমে ট্রাম্পের মৃত্যু নিয়েও চর্চা শুরু হয়ে যায়৷ ট্রেন্ডিং হয় ট্রাম্প ইজ ডেড হ্যাাশট্যাগ৷ গত ৩০ অগাস্ট ভার্জিনিয়ার গল্ফ কোর্সে অবশ্য ট্রাম্পকে একবার দেখা গিয়েছে বলে খবর৷ যদিও ট্রাম্পের নিন্দুকদের একাংশের দাবি, ট্রাম্পের মৃত্যু সম্ভাবনার গুজবে ইতি টানতেই মার্কিন প্রেসিডেন্টের মতো দেখতে কাউকে নাকি ইচ্ছাকৃত ভাবেই সামনে আনা হয়েছে৷
advertisement
আর ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে এই জল্পনা থেকেই এমনও তত্ত্ব ছড়িয়ে দেওয়া হচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট নাকি আজ রাতে নিজের অবসরও ঘোষণা করে ফেলতে পারেন৷ এই তত্ত্বের প্রচারকদের দাবি, ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে প্রেসিডেন্ট পদে মনোনীত করা হতে পারে৷ যা রিপাবলিকানদের কৌশলেরই অঙ্গ৷ আবার অন্য একটি মহলের দাবি, নতুন করে আরও বেশ কিছু দেশের উপরে শুল্কের বোঝা বাড়াতে পারেন ট্রাম্প৷ সেই তালিকায় ভারতও থাকবে কি না, তা নিয়েও চর্চা চলছে৷ কারণ ট্রাম্পের হুঁশিয়ারিকে পাত্তা না দিয়ে রাশিয়া তো বটেই, গত কয়েকদিনে চিনের সঙ্গেও সম্পর্ক মজবুত করেছে নয়াদিল্লি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 02, 2025 11:26 PM IST