' নতুন স্বাধীনতা ' স্পেনে, মাস্ক ছাড়াই রাস্তায় বের হওয়ার ছাড়পত্র
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
বাইরে মাস্ক পরার এটাই শেষ সপ্তাহ কারণ আগামী ২৬ জুন থেকে বাইরে জনপরিসরে আমাদের আর মাস্ক পরতে হবে না জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো স্যানচেজ
শুক্রবার বার্সেলোনায় এক সফরে গিয়ে তিনি বলেন, ‘বাইরে মাস্ক পরার এটাই শেষ সপ্তাহ কারণ আগামী ২৬ জুন থেকে বাইরে জনপরিসরে আমাদের আর মাস্ক পরতে হবে না।’ তিনি বলেন, ‘বৃহস্পতিবার মন্ত্রীসভার এক বৈঠকে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে নেয়ার বিষয়টি অনুমোদন করা হবে।’ স্যানচেজ বলেন, ‘সামনের দিনগুলোতে আমাদের রাস্তাঘাট এবং আমাদের চেহারা আগের অবস্থায় ফিরবে।’ তিনি বলেন, ‘সামাজিক দিক থেকে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত।’ স্যানচেজ আরও বলেন, ‘মাস্ক ছাড়াই রাস্তায় আমাদের জীবন উপভোগ করতে পারব।’
advertisement
করোনাভাইরাসের সংক্রমণ রুখতে গত বছরের মে মাসে স্পেনে গণপরিবহনে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়। তবে কয়েক সপ্তাহের মধ্যেই বাইরে ৬ বা তার বেশি বয়সী সবার জন্য মাস্ক পরা বাধ্যতামূলক ঘোষণা করা হয়। এই নিয়ম যারা ভঙ্গ করেছে তাদেরকে জরিমানাও করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে সমুদ্র সৈকতেও মাস্ক পরার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।
advertisement
advertisement
এ নিয়ে সমালোচনা শুরু হলে পরে আদেশ তুলে নেয়া হয়। করোনাভাইরাসে স্পেনে ৮০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৩৭ লাখেরও বেশি মানুষ। তবে এখন পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। ইউরো কাপের বেশ কিছু ম্যাচ হচ্ছে স্পেনে। কর্তৃপক্ষ আশাবাদী আর কয়েক মাসের ভিতরে সম্পূর্ণভাবে করোনা মুক্ত হয়ে যাবে স্পেন।প্রথমদিকে যেভাবে মানুষ মারা গিয়েছিল স্পেনে সেই তুলনায় স্বাস্থ্য ব্যবস্থার দিক থেকে অনেকটাই উন্নতি করেছে পেদ্রো সানচেজ সরকার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 21, 2021 5:24 PM IST