Yoon Suk Yeol: গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সমর্থকদের সঙ্গে হাতাহাতি পুলিশের, উত্তাল গোটা দেশ

Last Updated:

Yoon Suk Yeol: গত কয়েক সপ্তাহ ধরেই ইউন সুক ইয়লের সরকারি বাসভবনটিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর বিশেষ বাহিনী। তবে শেষ রক্ষা হয়নি।

গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট (ছবি: রয়টার্স)
গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট (ছবি: রয়টার্স)
দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইয়লকে গ্রেফতার করল পুলিশ। ৩ ডিসেম্বর সামরিক শাসন জারি করেন ইউন। তার জেরেই প্রথমে তাঁকে বরখাস্ত করা হয়, শেষে গ্রেফতার। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ার ইতিহাসে ইউন-ই প্রথম রাষ্ট্রপতি, যাকে গ্রেফতার করা হল।
গত কয়েক সপ্তাহ ধরেই ইউন সুক ইয়লের সরকারি বাসভবনটিকে কাঁটাতারের বেড়া দিয়ে ঘিরে ফেলা হয়েছিল। মোতায়েন করা হয়েছিল ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীর বিশেষ বাহিনী। তবে শেষ রক্ষা হয়নি। ৩ হাজারের বেশি পুলিশ এবং দুর্নীতি দমন শাখার অফিসাররা ইউনের সরকারি বাসভবন থেকে গ্রেফতার করে আনে তাঁকে।
গ্রেফতারি আটকাতে বাড়ির বাইরে জড়ো হয়েছিলেন প্রেসিডেন্টের সমর্থক এবং শাসক দল পিপল পাওয়ার পার্টির সদস্যরা। তাঁদের সঙ্গে পুলিশ এবং দুর্নীতি দমন শাখার অফিসারদের ছোটখাটো সংঘর্ষ হয় বলে জানিয়েছে সংবাদসংস্থা রয়টার্স।
advertisement
advertisement
ইউন সুক ইয়লের গ্রেফতারিকে “অবৈধ” বলে দাবি করেছেন তাঁর আইনজীবীরা। সাংবাদিকদের তাঁরা বলেন, এই গ্রেফতারি “অবৈধ, তাঁকে প্রকাশ্যে অপমানিত করার উদ্দেশ্যে করা হয়েছে।” পূর্বে রেকর্ড করা ইউনের একটি ভিডিও বার্তা সামনে এসেছে। সেখানে তিনি বলেছেন, “রক্তপাত” এড়াতে তিনি সহযোগিতা করছেন। তবে তাঁর বিরুদ্ধে চলা তদন্ত তিনি মানতে চাননি। দাবি করেছেন, “আইনের শাসন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।”
advertisement
উল্লেখ্য, এর আগেও একবার ইউনকে গ্রেফতারির চেষ্টা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতির বিশেষ নিরাপত্তা বাহিনীর বাধায় তা সম্ভব হয়নি। প্রায় ৬ ঘণ্টারও বেশি সময় ধরে অচলাবস্থা তৈরি হয়। শেষে রণে ভঙ্গ দেয় পুলিশ। এবারে তাই আটঘাট বেঁধে বিশাল বাহিনী নিয়ে ইউনের বাসভবনে যায় পুলিশ এবং দুর্নীতি দমন শাখার অফিসাররা।
প্রসঙ্গত, ডিসেম্বরে আচমকাই সামরিক শাসন জারি করেন ইউন সুক ইয়ল। এই সিদ্ধান্তে চমকে যান দক্ষিণ কোরিয়াবাসী। এরপরই ইউনকে বরখাস্ত করার দাবি তোলেন সাংসদরা। ১৪ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রপতি পদ থেকে সরিয়ে দেওয়ার দাবিকে সামনে রেখে ভোটাভুটি হয়। অন্য দিকে, সাংবিধানিক আদালতেও এই নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেই ইউনকে গ্রেফতার করল পুলিশ।
advertisement
ইউনকে বরখাস্ত করার পর থেকেই দক্ষিণ কোরিয়ায় রাজনৈতিক অস্থিরতা তুঙ্গে। গ্রেফতারিতে তা আরও বাড়ল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ক্ষমতার অপব্যবহার এবং সামরিক শাসন জারি করে ভিন্নমত দমনের অভিযোগে ইউনের বিরুদ্ধে তদন্ত হবে। এই দিকেই এখন তাকিয়ে আন্তর্জাতিক মহল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Yoon Suk Yeol: গ্রেফতার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট, সমর্থকদের সঙ্গে হাতাহাতি পুলিশের, উত্তাল গোটা দেশ
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement