• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • বিষধর সাপটি পড়ল মহিলা রিপোর্টারের কাঁধে, তারপর ছোবল! হাড়হিম ভিডিও ভাইরাল

বিষধর সাপটি পড়ল মহিলা রিপোর্টারের কাঁধে, তারপর ছোবল! হাড়হিম ভিডিও ভাইরাল

এই সেই ভিডিও

এই সেই ভিডিও

প্রচণ্ড বিষধর সাপটি ওই মহিলা রিপোর্টারের কাঁধে পড়ল৷ তারপর কাঁধে জড়িয়ে গেল ধীরে ধীরে৷

 • Share this:

  #সিডনি: ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক৷ মাইক্রোফোন হাতে বলছিলেন, ঠীক কী ঘটেছে৷ লাইভ চলছিল টিভি-তে৷ এমন সময় ছন্দপতন৷ হাড়হিম করা একটি মুহূর্ত৷ সেই মুহূর্তর ভিডিও ভাইরাল৷

  স্কাই নিউজ তাদের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও-টি শেয়া করেছে৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রচণ্ড বিষধর সাপটি ওই মহিলা রিপোর্টারের কাঁধে পড়ল৷ তারপর কাঁধে জড়িয়ে গেল ধীরে ধীরে৷ ওই রিপোর্টারের নাম শারা কটে৷ অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের রিপোর্টার৷

  কাঁধ বেয়ে সাপটি বুকের কাছে নামল৷ তারপর এক ছোবল শারার মাইক্রোফোনে৷ একের পর এক ছোবল দেওয়া শুরু করল সাপটি৷ ভিডিওটি দেখে আতঙ্কিত সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ৷ একজন ট্যুইটারে লিখছেন, 'আমাকে যতই টাকা অফার করুক, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়৷'

  দেখুন সেই ভিডিও...

  Published by:Arindam Gupta
  First published: