#সিডনি: ক্যামেরার সামনে দাঁড়িয়ে রিপোর্টিং করছিলেন অস্ট্রেলিয়ার এক সাংবাদিক৷ মাইক্রোফোন হাতে বলছিলেন, ঠীক কী ঘটেছে৷ লাইভ চলছিল টিভি-তে৷ এমন সময় ছন্দপতন৷ হাড়হিম করা একটি মুহূর্ত৷ সেই মুহূর্তর ভিডিও ভাইরাল৷
স্কাই নিউজ তাদের ট্যুইটার হ্যান্ডেলে ভিডিও-টি শেয়া করেছে৷ ভিডিও-তে দেখা যাচ্ছে, প্রচণ্ড বিষধর সাপটি ওই মহিলা রিপোর্টারের কাঁধে পড়ল৷ তারপর কাঁধে জড়িয়ে গেল ধীরে ধীরে৷ ওই রিপোর্টারের নাম শারা কটে৷ অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের রিপোর্টার৷
কাঁধ বেয়ে সাপটি বুকের কাছে নামল৷ তারপর এক ছোবল শারার মাইক্রোফোনে৷ একের পর এক ছোবল দেওয়া শুরু করল সাপটি৷ ভিডিওটি দেখে আতঙ্কিত সোশ্যাল মিডিয়ায় বহু মানুষ৷ একজন ট্যুইটারে লিখছেন, 'আমাকে যতই টাকা অফার করুক, এই কাজ আমার পক্ষে সম্ভব নয়৷'
দেখুন সেই ভিডিও...
An Australian reporter screamed after a snake draped around her shoulders repeatedly struck at her microphone For more world news, head here: https://t.co/ykoGZFWgr8 pic.twitter.com/Npm6uYMG5i
— Sky News (@SkyNews) February 6, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Reporter, Snake, Viral Video