Smallest Baby: শান্তিতে মা-বাবা, জন্মের ১৩ মাস পর অবশেষে বাড়ি ফিরল বিশ্বের 'ক্ষুদ্রতম' শিশু!

Last Updated:

সূত্রের খবর, জুয়ান যখন গর্ভে ছিল, তখন তার মায়ের প্রি-এক্লাম্পসিয়া (Pre-eclampsia) ধরা পড়ে (Smallest Baby)।

#সিঙ্গাপুর: সিঙ্গাপুরের একটি হাসপাতালে জন্ম নিয়েছিল কোয়েক য়ু জুয়ান (Kwek Yu Xuan) নামের এক কন্যাসন্তান। জন্মের সময়ে তার ওজন ছিল মাত্র ২১২ গ্রাম, যা একটি আপেলের ওজনের সমান। জন্মের সময়ে মেয়েটি মাত্র ২৪ সেন্টিমিটার লম্বা ছিল। মনে করা হয়েছে এই শিশুটিই জন্মের সময়ের নিরিখে বিশ্বের সব থেকে ক্ষুদ্রায়তন সন্তান। এমন প্রি-ম্যাচিওর জন্মের পর থেকে জুয়ান হাসপাতালেই চিকিৎসাধীন ছিল। প্রায় ১৩ মাস পর সে তার বাবা-মায়ের কাছে ফিরে গিয়েছে বলে জানা গিয়েছে।
জুয়ানের জন্ম মাত্র ২৫ সপ্তাহে হয়েছিল। এর আগে ২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি কন্যাসন্তানের জন্ম হয়, যার জন্মের সময় ওজন ছিল মাত্র ২৪৫ গ্রাম। আইওয়া বিশ্ববিদ্যালয়ের টাইনিয়েস্ট বেবিজ রেজিস্ট্রি (Iowa's Tiniest Babies Registry) অনুসারে এই তথ্য সামনে এসেছে। জুয়ানের জন্মের সময়ের ওজন এ ক্ষেত্রে নতুন সংযোজন।
সবচেয়ে 'ছোট' শিশু। ওজন একটি আপেলের সমান। সবচেয়ে 'ছোট' শিশু। ওজন একটি আপেলের সমান।
advertisement
advertisement
সূত্রের খবর, জুয়ান যখন গর্ভে ছিল, তখন তার মায়ের প্রি-এক্লাম্পসিয়া (Pre-eclampsia) ধরা পড়ে। এটা এমন একটা রোগ, যা মা ও শিশুর জন্য বিপজ্জনক হতে পারে। এমনকী অঙ্গহানিও হতে পারে। তাই নির্ধারিত সময়ের ৪ মাস আগে সি-সেকশনের মাধ্যমে জন্ম নেয় জুয়ান। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে। তাঁর ওজন এখন ৬.৩ কেজি (১৪ পাউন্ড)। সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতাল (National University Hospital) সূত্রে জানা গিয়েছে, শিশুটির বাঁচার সম্ভাবনা খুব কম ছিল। নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতা দেখা দিয়েছিল, কিন্তু স্বাস্থ্যকর্মীদের অধ্যবসায়ের ফলে এই করোনা পরিস্থিতিতেও শিশুটিকে মা-বাবার কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন, জুয়ান দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগে আক্রান্ত। বাড়িতে খুব সাবধানে তাকে রাখতে হবে।
advertisement
জুয়ানের মা ওয়ং মেই লিং (Wong Mei Ling) সংবাদমাধ্যমকে বলেন, “আমরা আশা ছাড়িনি। অনেক লড়াই করেছি। এই দীর্ঘ দিনের চিকিৎসার জন্য একটি ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনের মাধ্যমে টাকা তুলেছি যারা দ্বারা ৩৬৬,৮৮৪ ডলার জোগাড় করা সম্ভব হয়েছে।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Smallest Baby: শান্তিতে মা-বাবা, জন্মের ১৩ মাস পর অবশেষে বাড়ি ফিরল বিশ্বের 'ক্ষুদ্রতম' শিশু!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement