অস্বাভাবিক কালো হয়ে গিয়েছে করোনা আক্রান্তের গায়ের রঙ !
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
করোনায় আক্রান্ত হওয়ার পর এঁরা অস্বাভাবিক ভাবে কালো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷
#ইউহান: করোনা ভাইরাস মহামারী অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে চলেছে চিন ৷ কিন্তু প্রতিদিনই প্রায় এই ভাইরাস সম্বন্ধে নতুন নতুন তথ্য সামনে আসছে ৷ ইউহান শহরকে এই ভাইরাসের কেন্দ্র মনে করা হয় ৷ এখানে চিকিৎসা করতে গিয়ে দু’জন চিকিৎসক নিজেরাই করোনায় আক্রান্ত হয়ে পড়ে ৷ করোনায় আক্রান্ত হওয়ার পর এঁরা অস্বাভাবিক ভাবে কালো হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ৷
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, এই দুই চিকিৎসকের গায়ের রঙ অস্বাভাবিক ভাবে কালো হয়ে গিয়েছে ৷ ইউহান হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা করছিলেন ৷ সেখানেই তারা নিজেরাও আক্রান্ত হয়ে পড়ে ৷ জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ইউহান সেন্ট্রাল হাসপাতালে ভর্তি ছিলেন তবে এখন তাদের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে ৷ দু’জনকে লাইফ সার্পোটে রাখা হয়েছিল ৷ কিন্তু তাদের গায়ের রঙ অস্বাভাবিক ভাবে বদলে গিয়েছে ৷
advertisement
জানা গিয়েছে, চিকিৎসার সময় চিকিৎসকদের লিভারে এই ভাইরাস অনেক ক্ষতি করেছে ৷ লিভারের সমস্যা মানুষের স্কিনের উপর পড়ে এবং তার জন্য রঙ বদলে যায় ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 22, 2020 8:38 AM IST