Shocking:৩ বছর বাদে মিলল নিখোঁজ নাবালিকা, কে লুকিয়ে রেখেছিল কল্পনাও করতে পারবেন না...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
৩ বছর বাদে নিখোঁজ মেয়েটিকে যে অবস্থায় খুঁজে পাওয়া গেল, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিল না পুলিশ বাহিনী
#নিউ ইয়র্ক: ২০১৯ সাল থেকেই নিখোঁজ ছিল ৬ বছরের এক নাবালিকা (6 year old missing American girl)! আমেরিকার নিউ ইয়র্কের বাসিন্দা, বাচ্চা মেয়েটি আচমকাই একদিন হারিয়ে যায়! আত্মীয়-সজন, বন্ধু-বান্ধব থেকে পাড়া-প্রতিবেশী, সবাই-ই হতবাক হয়ে যান এই ঘটনায়! মেয়েটির বাবা-মা পুলিশে নিখোঁজ ডায়েরি দায়ের করে। শুরু হয় তল্লাশি। কিন্তু কিছুতেই মেয়েটির কোনওরকম হদিশ পাচ্ছিল না আমেরিকার পুলিশ (6 year old missing American girl)! কী হল? রাতারাতি মেয়েটি গায়েব হয়ে গেল কী করে (Shocking)? এরপর কেটে যায় ৩ বছর! তখনও মামলাটি বন্ধ হয়নি। মেয়েটির খোঁজ চালিয়ে যাচ্ছিল পুলিশ! হঠাৎ-ই একদিন মেয়েটির হদিশ পেল পুলিশ, কিন্তু যে-অবস্থায় তাকে পাওয়া গেল, কল্পনাও করতে পারবেন না, কেঁপে উঠবেন, নিজের চোখকেই বিশ্বাস করতে পারবেন না! চমকে গিয়েছিল খোদ পুলিশও!
'দ্য সান'-এর প্রতিবেদন অনুযায়ী, ২০১৯ সালে পেইসলি শুলটিস নামে ৬ বছরের একটি মেয়ে আচমকাই নিখোঁজ হয়ে যায়। কেউ বলতে পারেন না, কোথায় মেয়েটি! পুলিশ পাগলের মতো খোঁজ চালাতে থাকে, কিন্তু কোনও কিনারা করতে পারে না। একাধিকবার মেয়েটির বাবা -মা কিমবারলি আর কির্ক- এর বাড়িতে পুলিশ তল্লাশি চালায়, কিন্তু কোনও সূত্র মেলে না! তবে, একটা জায়গায় পুলিশের ধ্বন্দ ছিল! তদন্তে পুলিশ জানতে পারে, কোনও অজানা কারণে মেয়েটির কাস্টডি তার জৈবিক পিতামাতা অর্থাৎ বায়োলজিক্যাল পেরেন্টস-দের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল! কেন এরকমটা হল? পুলিশ কিছুতেই সদুত্তর পাচ্ছিল না!
advertisement
advertisement
পুলিশ যখন নানা জানা-অজানার দোলাচলে দুলছে, ঠিক তখনই পুলিশের কাছে একটি লিড আসে! গোপন সূত্রে পুলিশ জানতে পারে, নিউ ইয়র্কের স্পেন্সার সিটি-র প্রত্যন্ত এলাকার একটি বাড়িতে একটি মেয়েকে অপহরণ করে লুকিয়ে রাখা হয়েছে! সার্চ ওয়ারেন্ট ইস্যু করে পুলিশ বাড়িটা রেইড করে। ১ ঘণ্টা খোঁজার পর বাড়ির সিঁড়িটা দেখে পুলিশ বাহিনীর কেমন যেন সন্দেহ হয়। ভাল করে খুঁটিয়ে দেখতেই স্পষ্ট হয়, সিঁড়িটা আসলে দরজা হিসাবে কাজ করে। চাপ দিতেই খুলে যায় সেই দরজা।
advertisement
পুলিশরা হতভম্ব হয়ে যান দেখে যে সিঁড়ির পিছনে রয়েছে আস্ত একটি ঘর। একগ্কেবারে গোপন কুঠুরি। আর সেখানে যা দেখলেন, পুলিশ বাহিনীর মুখ থেকে আর 'রা' সড়ছিল না! চোখ কপালে, চক্ষু চড়কগাছ! আধো-অন্ধকার সেই ঘরটিতে বসে রয়েছে নিখোঁজ মেয়েটি আর তাঁর পাশে বসে খোদ মেয়েটির মা কিমবার্লি (girl found underneath the staircase) । মা-বাবাকে জেরা করে জানা যায়, তাঁদের কাছ থেকে মেয়ের কাস্টডি ছিনিয়ে নেওয়া হয়েছিল। মেয়েকে হারাতে হবে, এই ভয়ে মেয়েকে ওইভাবে লুকিয়ে রেখেছিলেন তাঁরা। খবর ছড়িয়ে দিয়েছিলেন মেয়ে নিখোঁজ। পুলিশ জানতে পারে, ওই বাড়িটি নিখোঁজ মেয়েটির দাদুর। ঘটনায় মেয়েটির বাবা- মা ও দাদুকে গ্রেফতার করে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 19, 2022 4:36 PM IST