ইরাকে আত্মঘাতী হামলায় মৃত্যু প্রায় ১০০ তীর্থযাত্রীর !
Last Updated:
ইরাকের বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরের একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মধ্যে বিস্ফোরণ হয় ৷
#বাগদাদ: আরব দেশে সন্ত্রাসের পরিস্থিতির কোনও উন্নতি নেই ৷ ফের আত্মঘাতী হামলায় প্রাণ গেল সাধারণ মানুষের ৷ ইরাকের বাগদাদ থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে হিল্লা শহরের একটি পেট্রল পাম্পে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের মধ্যে বিস্ফোরণ হয় ৷ এর ফলে মৃত্যু হয়েছে ১০০ তীর্থযাত্রীর ৷ ইরাকের পবিত্র ধর্মস্থান কারবালা থেকে তীর্থ করে ইরানে ফেরানোর সময়েই এই ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে ৷ ইতিমধ্যেই এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট অফ ইরাক অ্যান্ড দ্য লেভান্ট (ISIL বা ISIS)
যে পেট্রল পাম্পে এই বিস্ফোরণটি ঘটেছে সেখানে একটি রেস্তোরাঁ রয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এই রেস্তোরাঁয় খাওয়াদাওয়া করছিলেন তীর্থযাত্রীরা। সেই সময়ই বিস্ফোরক ভর্তি থাকা ওই ট্রাকটিতে আচমকা বিস্ফোরণ হয়। নিমেষে আগুন লেগে যায় রেস্তোরাঁর বাইরে দাঁড়িয়ে থাকা তীর্থযাত্রীদের পাঁচটি বাসেও। গত ১৭ অক্টোবর থেকে মসুল পুনরুদ্ধারের জন্য ISIS-র বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে ইরাকে। সেই অভিযানকে দুর্বল করে দিতেই দিনের পর দিন নিজেদের দখলের বাইরে থাকা এলাকায় বিস্ফোরণ ঘটাচ্ছে ISIS।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 25, 2016 9:33 AM IST