ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে মৃত্যু হল শেখ হাসিনার আট বছরের নাতির

Last Updated:

রবিবার সকালে শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও চার্চে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি।

#কলম্বো: বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাতে কলম্বোয় গিয়েছিল ছোট্ট জায়ন ৷ উঠেছিল কলম্বোর ওই ‘অভিশপ্ত’ শাংগ্রি লা হোটেলে ৷ রবিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এই রেস্তোঁরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জায়নের ৷ জায়নের বাবাও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে ৷
জায়ান শেখ হাসিনার ভাইপো শেখ সেলিমের মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়ার ছেলে ৷ অর্থাৎ সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাতি ৷ বিস্ফোরণের সময় নাতি জায়ন ও জামাই মশিরুল ওই রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন ৷ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, সনিয়া, মহিরুল ও তাঁদের দুই ছেলে জায়ন ও জোহান কলম্বোয় ছুটি কাটাতে গিয়েছিল। বিস্ফোরণের সময় মশিরুল ও জায়ন হোটেলের নীচে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। অন্যদিকে জোহান ও তার মা ছিলেন হোটেলের ছ’তলায় নিজেদের ঘরে।
advertisement
রবিবার সকালে শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও চার্চে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি। রবিবারই রাত ১১টায় মৃত্যু হয় জায়নের ৷ অন্যদিকে মশিরুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে মৃত্যু হল শেখ হাসিনার আট বছরের নাতির
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement