ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে মৃত্যু হল শেখ হাসিনার আট বছরের নাতির

Last Updated:

রবিবার সকালে শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও চার্চে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি।

#কলম্বো: বাবা-মায়ের সঙ্গে ছুটি কাটাতে কলম্বোয় গিয়েছিল ছোট্ট জায়ন ৷ উঠেছিল কলম্বোর ওই ‘অভিশপ্ত’ শাংগ্রি লা হোটেলে ৷ রবিবার সকালে পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে এই রেস্তোঁরা ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় জায়নের ৷ জায়নের বাবাও গুরুতর আঘাত পেয়েছেন বলে জানা গিয়েছে ৷
জায়ান শেখ হাসিনার ভাইপো শেখ সেলিমের মেয়ে শেখ আমিনা সুলতানা সনিয়ার ছেলে ৷ অর্থাৎ সম্পর্কে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাতি ৷ বিস্ফোরণের সময় নাতি জায়ন ও জামাই মশিরুল ওই রেস্তোঁরায় খেতে গিয়েছিলেন ৷ বাংলাদেশের বিদেশ মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন, সনিয়া, মহিরুল ও তাঁদের দুই ছেলে জায়ন ও জোহান কলম্বোয় ছুটি কাটাতে গিয়েছিল। বিস্ফোরণের সময় মশিরুল ও জায়ন হোটেলের নীচে রেস্তোরাঁয় খেতে গিয়েছিল। অন্যদিকে জোহান ও তার মা ছিলেন হোটেলের ছ’তলায় নিজেদের ঘরে।
advertisement
রবিবার সকালে শ্রীলঙ্কার কয়েকটি হোটেলে ও চার্চে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। অন্তত ২৯০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০০ জনের বেশি। রবিবারই রাত ১১টায় মৃত্যু হয় জায়নের ৷ অন্যদিকে মশিরুলের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ছুটি কাটাতে শ্রীলঙ্কায় গিয়ে মৃত্যু হল শেখ হাসিনার আট বছরের নাতির
Next Article
advertisement
December 2025 Horoscope: রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল ডিসেম্বর ২০২৫: দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?
  • রাশিফল ডিসেম্বর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement