#ঢাকা: দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ গত ২৪ এপ্রিল তাঁর দ্বিতীয় কন্যা সন্তানের জন্মের খবর পাওয়া গেলেও প্রথমবার মেয়ের ছবি প্রকাশ করলেন সাকিব ৷ সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে নিজের মেয়ে হওয়ার কথা জানান সাকিব ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে সাকিবের স্ত্রী শিশির তাঁদের দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম দিয়েছেন গত মাসে ৷ মেয়ের নাম রেখেছেন ইররাম হাসান ৷
নিজের ফেসবুক পেজে মেয়ের ভিডিও পোস্ট করে সাকিব লিখেছেন, ‘‘ আমাদের ছোট্ট পরী, পরিবারের নতুন সদস্য ইররাম হাসানের আগমনে আমরা অত্যন্ত আনন্দিত। তার সুস্থ ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া কামনা করছি।'’