পাকিস্তানে ভোটে দাঁড়াচ্ছেন শাহরুখ খানের বোন

Last Updated:
#লাহৌর: বলিউড সুপারস্টার শাহরুখ খানের তুতো বোন নূর জেহান এবার নির্বাচনে দাঁড়াতে চলেছেন ৷ তবে এ দেশে নয় ৷ আগামী জুলাই মাসে পাকিস্তানের ২৫তম সাধারণ নির্বাচনে পাকিস্তানের পেশোয়ার থেকে লড়াই করবেন তিনি ৷ গতকাল বৃহস্পতিবার ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এ একটি খবর প্রকাশিত হয়েছে ৷ আর সেই খবর থেকে জানা গিয়েছে, পাকিস্তানের ৭৭ নম্বর নির্বাচনক্ষেত্র থেকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড়াবেন তিনি ৷
একটি সংবাদ মাধ্যমকে শাহরুখের এই তুতো বোন জানিয়েছেন, তাঁদের পরিবারের সকলেই রাজনীতিতে যুক্ত রয়েছেন ৷ সেই পরম্পরাই আমরা এখনও পালন করে যাচ্ছেন তিনি ৷ একই সঙ্গে নূর জানিয়েছেন, শাহরুখের সঙ্গে এখনও তাঁদের যোগাযোগ রয়েছে ৷ কিঙ্গ খানের সঙ্গে বারকয়েক দেখা করতে এসেছিলেন তাঁরা ৷ সীমান্তের ওপারে থেকেও কিঙ্গ খানের সঙ্গে বেশ ভাল সম্পর্ক রয়েছে তাঁদের ৷
advertisement
নূর জেহান এবং তাঁর পরিবার পাকিস্তানের কিসসা খোয়ানি বাজারের কাছে শাহ ওয়ালি কাতালের বাসিন্দা ৷ গতবার ওয়ামি ন্যাশনাল পার্টিতে মহিলা প্রার্থীর জন্য একটি সিটও ছিল নূর জেহানের জন্য ৷ কিন্তু দুর্ভাগ্যবশত নূর জিততে পারেননি ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
পাকিস্তানে ভোটে দাঁড়াচ্ছেন শাহরুখ খানের বোন
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement