সৌদি যুবরাজের ফোন থেকে হোয়াটসআপ পাঠানোর পরই হ্যাক হয় অ্যামাজনের CEO-র ফোন ?

Last Updated:

এই ব্যক্তিগত তথ্য ফাঁসে বেশ বিপাকে পড়েন বেজোস৷ তার ২৫বছরের বিবাহিত জীবনে অন্ধকার নেমে আসে

#ওয়াশিংটন: অ্যামাজনের CEO-র ফোন হ্যাক করলেন সৌদির যুবরাজ! এমন খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷ যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হয়েছে যে অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইওয়ের ফোন হ্যাক হয়েছে৷ এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য হ্যাক হয়েছে৷ ব্যবসায়ীক তথ্য ছাড়াও জেফ বেজসের ব্যক্তিগত কিছু তথ্যও সামনে এসেছে৷ বলা হচ্ছে যে সৌদি আরবের যুব রাজ মহম্মদ বিন সলমন একটি ভিডিও ফাইল পাঠিয়েছিলেন বেজসের ব্যক্তিগত হোয়াটসআপে৷ সেই মেসেজ থেকেই অ্যামাজন সিইওয় ফোনে ভাইরাস ভরে যায়৷ যার ফলস্বরূপ সিইওয়র সব ব্যক্তিগত তথ্য চলে আসে সামনে৷
advertisement
এই ব্যক্তিগত তথ্য ফাঁসে বেশ বিপাকে পড়েন বেজোস৷ তার ২৫বছরের বিবাহিত জীবনে অন্ধকার নেমে আসে৷ কারণ এক সাংবাদিকের সঙ্গে আবেগঘন মেসেজে আদানপ্রদান সামনে চলে আসে৷ যাত বোঝা যায় যে তাদের মধ্যে প্রেম রয়েছে৷ একটি দৈনন্দিন পত্রিকার পক্ষ থেকে এসব তথ্য সামনে আনা হয়৷ বিবাহ বর্হিতভূত এই সম্পর্কের কথা প্রকাশ হয় যে পত্রিকায় তাদের সঙ্গে সৌদি যোগের কথা একেবারেই স্পষ্ট৷ এছাড়া তাদের সঙ্গে বেজসের ওয়াশিংটন পোস্টের শত্রুতার কথাও উঠে আসছে৷ সিআইএকে উদ্ধৃত করে এরাই দাবি জানিয়েছিল যে সাংবাদিক জামাল খাশোঘিকে খুন করেছেন সৌদির যুবরাজ৷ তাই একপ্রকার বদলা নিতেই এমন ছক কষেন সৌদির যুবরাজ, এমনই তথ্য সামনে আসছে৷
advertisement
তবে সৌদি দূতাবাস এই তথ্য সম্পর্ণ খারিজ করেছে৷ এই বিষয় নিয়ে তারা খুব বেশি বক্তব্য রাখেনি৷ অন্যদিকে এই ফোন হ্যাকের ফলে অ্যামাজন. কমের কী কী গুরুত্বপূণ তথ্য প্রকাশে এসেছে তারই খোঁজ চালানো হচ্ছে৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সৌদি যুবরাজের ফোন থেকে হোয়াটসআপ পাঠানোর পরই হ্যাক হয় অ্যামাজনের CEO-র ফোন ?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement