Russia Ukraine War: ভয়ঙ্কর! ইউক্রেন লক্ষ্য করে মিসাইল ছুড়ল রাশিয়া, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার গুদাম ভস্মীভূত! জরুরি ওষুধ সব শেষ

Last Updated:

Russia Ukraine War: ভারতে ইউক্রেনের দূতাবাস সেটি পুনরায় পোস্ট করে জানিয়েছে, আজ, একটি রাশিয়ান মিসাইল ইউক্রেনে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি Kusum-এর গুদামে আঘাত করেছে।''

ভয়ঙ্কর!
ভয়ঙ্কর!
কিয়েভ: অব্যাহত রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এবার ক্ষতি হল এক ভারতীয় সংস্থার। শনিবার ইউক্রেনে রাশিয়ার একটি মিসাইল ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি Kusum-এর গুদামে আঘাত করেছে বলে জানা গিয়েছে। ব্রিটিশ রাষ্ট্রদূত মার্টিন হ্যারিস প্রথমে আক্রমণের পরে কারখানার ধ্বংসের অবস্থার একটি ছবি শেয়ার করেছেন।
ভারতে ইউক্রেনের দূতাবাস সেটি পুনরায় পোস্ট করে জানিয়েছে, আজ, একটি রাশিয়ান মিসাইল ইউক্রেনে ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি Kusum-এর গুদামে আঘাত করেছে। মস্কো ভারতকে “বিশেষ বন্ধুত্ব” দাবি করলেও, ইচ্ছাকৃতভাবে ভারতীয় ব্যবসাগুলিকে লক্ষ্য করে – শিশু এবং বৃদ্ধদের জন্য নির্ধারিত ওষুধ ধ্বংস করছে।” নিউজ ১৮ সেই ছবির সত্যতা যাচাই করেনি।
advertisement
advertisement
হ্যারিস তার টুইটে জানিয়েছেন, ফার্মাসিউটিক্যাল কোম্পানির গুদামটি ইউক্রেনের রাজধানী কিয়েভে অবস্থিত ছিল। সূত্রের খবর, রাশিয়ান মিসাইলের লক্ষ্য ছিল Antonov-এর একটি কারখানা এবং ভারতীয় ফার্মাসিউটিক্যাল কোম্পানি Kusum-এর গুদাম নয়। এই হামলায় অবশ্য ১৫ মিলিয়ন মূল্যের ওষুধ ধ্বংস হয়েছে।
এদিকে, মার্কিন দূত স্টিভ উইটকফ শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের সঙ্গে রাশিয়ার “অর্থহীন যুদ্ধ” শেষ করার জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছেন। ট্রাম্প মস্কো এবং কিয়েভকে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতে চাপ দিচ্ছেন। কিন্তু ক্রেমলিন থেকে কোনও সদর্থক বার্তা আসেনি।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia Ukraine War: ভয়ঙ্কর! ইউক্রেন লক্ষ্য করে মিসাইল ছুড়ল রাশিয়া, ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থার গুদাম ভস্মীভূত! জরুরি ওষুধ সব শেষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement