Russia Ukraine Peace Talks : শান্তি আলোচনার লক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে মস্কো আসার আমন্ত্রণ রাশিয়ার
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Russia Ukraine Peace Talks :মস্কো এবং কিয়েভ একে অপরের জ্বালানি পরিকাঠামোতে আঘাত ও প্রত্যাঘাত বন্ধ করতে সম্মত হয়েছে এমন গুজবের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টা পরই ক্রেমলিনের এই বিবৃতি এল।
ক্রেমলিন : ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিকে শান্তি আলোচনার জন্য মস্কো আসার আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। ইউক্রেনে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন নেতৃত্বাধীন প্রচেষ্টা তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে এই বিবৃতি এসেছে। মস্কো এবং কিয়েভ একে অপরের জ্বালানি পরিকাঠামোতে আঘাত ও প্রত্যাঘাত বন্ধ করতে সম্মত হয়েছে এমন গুজবের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানানোর কয়েক ঘণ্টা পরই ক্রেমলিনের এই বিবৃতি এল।
প্রসঙ্গত গত সপ্তাহান্তে, ওয়াশিংটনের মধ্যস্থতায় আবুধাবিতে এক আলোচনায় একটি শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে ফের প্রচেষ্টা করা হয়েছিল। কিন্তু মধ্যস্থতার প্রসঙ্গে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে অবস্থানগত পার্থক্য বজায় ছিল। আলোচনা যখন গতিশীল হচ্ছে, তখন শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেলেনস্কি এবং পুতিন একটি বৈঠক স্থাপনের ‘খুব কাছাকাছি’ ছিলেন।
advertisement
আরও পড়ুন : নিরাপত্তার বজ্র আঁটুনিতে স্মার্টফোনের ক্যামেরায় টেপ? ঝড়ের বেগে ভাইরাল ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর ছবি
এদিকে, রবিবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের তরফে প্রতিনিধিদের আলোচনার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই প্রক্রিয়া নিয়ে আশাবাদী। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাতের অবসান ঘটাতে একটি চুক্তির জন্য ক্রমাগত চাপ দিতে থাকা ট্রাম্প মঙ্গলবার বলেছেন যে এই প্রক্রিয়ায় ‘খুব ভাল জিনিস’ ঘটছে।
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 29, 2026 11:22 PM IST










