রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা! ভূপতিত জেট, প্রাণ গেল F-16 পাইলটের! জেলেনস্কির জন্য বড় ধাক্কা

Last Updated:

রাশিয়া ইউক্রেনের উপর বড় আকাশ হামলা চালিয়ে ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বিস্ফোরণ ঘটায়। ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ভূপাতিত হয় ও পাইলট নিহত হন।

ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ হামলায় ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।
ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ হামলায় ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।
শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত ইউক্রেনের উপর রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা চালানো হয়েছে। এই ভয়াবহ হামলায় ৫৩৭টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক অঞ্চলে বিস্ফোরণ ঘটায় রাশিয়া।এই হামলার সময় ইউক্রেনের একটি F-16 যুদ্ধবিমান ভূপতিত করে রুশ বাহিনী। দুর্ঘটনায় মৃত্যু হয় ওই বিমানের পাইলটের। রাজধানী কিভ থেকে লভিভ পর্যন্ত বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে দেশ। ইউক্রেনজুড়ে ছড়ায় চরম আতঙ্ক।
এই ঘটনার ফলে এটাই ইউক্রেনের তৃতীয় F-16 যুদ্ধবিমান যা যুদ্ধ চলাকালীন ধ্বংস হল। ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ওই পাইলট একাই ৭টি আকাশ হামলা প্রতিহত করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে গিয়ে তাঁর বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
পাইলটটি নিজের জীবন বিপন্ন করে জনবসতি থেকে দূরে গিয়ে বিমান ক্র্যাশ করান, যাতে সাধারণ মানুষের ক্ষতি না হয়। তবে শেষরক্ষা হয়নি, তিনি প্রাণ হারান।
advertisement
advertisement

🔥 ৫৩৭টি আকাশ হামলা এক রাতে!

advertisement
  • রাশিয়া এক রাতেই চালায় ৫৩৭টি আকাশ হামলা
  • যার মধ্যে ছিল ৪৭৭টি ড্রোন ও বিভ্রান্তকারী ডেকয়, এবং ৬০টি ক্ষেপণাস্ত্র।
  • ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, এর মধ্যে ২৪৯টি ধ্বংস করা হয়েছে, এবং ২২৬টি ড্রোন-ক্ষেপণাস্ত্রকে ইলেকট্রনিক জ্যামিং-এর মাধ্যমে বিভ্রান্ত করা হয়েছে।
    advertisement

    📌 বার্তা স্পষ্ট: ইউক্রেনের প্রতিরক্ষা দুর্বলতা

    এই হামলা একদিকে যেমন ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেমের দুর্বলতা তুলে ধরছে, তেমনি জেলেনস্কির নেতৃত্বে ইউক্রেনের সামরিক কৌশলের উপর বড় ধাক্কা
    F-16 বিমানের ওপর ইউক্রেন যে ভরসা করেছিল, এই নিয়ে তৃতীয়বার সেই আস্থার বড় ধস নামল। আমেরিকা ও নেটোর থেকে পাওয়া এই উন্নত যুদ্ধবিমানগুলির প্রতিরক্ষা ক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে।
    view comments
    বাংলা খবর/ খবর/বিদেশ/
    রাশিয়ার সবচেয়ে বড় আকাশ হামলা! ভূপতিত জেট, প্রাণ গেল F-16 পাইলটের! জেলেনস্কির জন্য বড় ধাক্কা
    Next Article
    advertisement
    West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
    উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
    • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

    • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

    • জেনে নিন আবহাওয়ার আপডেট

    VIEW MORE
    advertisement
    advertisement