Russia-Ukraine Conflict: রুশ হামলায় ফের কাঁপল ইউক্রেনের মাটি, বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আর্জি জেলেনস্কির

Last Updated:

আবারও ইউক্রেনে আঘাত হানল রাশিয়া। ইউক্রেনের সুমিতে একের পর ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তুপে পরিণত হল শহরের একাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবারের রাশিয়ার এই হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৮৩।

রাশিয়ার আক্রমণে বিশ্বকে পাশে চাইছেন জেলেনস্কি। (সমাজমাধ্যম)
রাশিয়ার আক্রমণে বিশ্বকে পাশে চাইছেন জেলেনস্কি। (সমাজমাধ্যম)
সুমি: আবারও ইউক্রেনে আঘাত হানল রাশিয়া। ইউক্রেনের সুমিতে একের পর ক্ষেপণাস্ত্রে ধ্বংসস্তুপে পরিণত হল শহরের একাংশ। সংবাদমাধ্যম সূত্রের খবর, রবিবারের রাশিয়ার এই হামলায় কমপক্ষে ৩১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহত ৮৩।
রাশিয়ার এই ধ্বংসের ভিডিও শেয়ার করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে এই হত্যালীলার প্রতিবাদ জানিয়ে গোটা বিশ্বকে ইউক্রেনের পাশে দাঁড়াবার আবেদন জানিয়েছেন।
রবিবারের হামলার ঘটনা নিয়ে ইউক্রেন প্রশাসন জানিয়েছে, শহরের কেন্দ্রস্থলে রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে। সেই সময় শহরের রাস্তায় অনেকে ছিলেন। ক্ষেপণাস্ত্রের আঘাতে প্রাণ হারান অনেকে। ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, আহত ৮৩ জনের মধ্যে সাতটি শিশু রয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
advertisement
advertisement
জেলেনস্কির শেয়ার করা ভিডিও-তে দেখা যাচ্ছে, ইউক্রেনের সুমি শহরের রাস্তায় পড়ে রয়েছে মৃতদেহ। বেশ কিছু আহত ব্যক্তিদের উদ্ধার করা হচ্ছে ধ্বংসস্তূপের তলা থেকে। সার সার দিয়ে পোড়া গাড়ি দাঁড়িয়ে রাস্তার উপর। পুড়ে গিয়েছে বহু বাড়িঘরও।
advertisement
সমাজমাধ্যমের পোস্টে ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রয়েছে। উদ্ধার অভিযান চলছে। একই সঙ্গে তাঁর বার্তা, ‘‘বিশ্বকে এই হামলার ঘটনার দৃঢ় প্রতিক্রিয়া জানাতে হবে। আমেরিকা, ইউরোপ এবং যারা যারা এই চলমান যুদ্ধের অবসান চায়, তাদের উচিত এক হয়ে এই ঘটনার প্রতিবাদ জানানো। রাশিয়া এই ধরনের সন্ত্রাস জিইয়ে রাখতে চায়। যুদ্ধের অবসান চায় না। যদি রাশিয়ার উপর চাপ সৃষ্টি না করা হয়, তবে শান্তি ফেরানো সম্ভব নয়।”
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Russia-Ukraine Conflict: রুশ হামলায় ফের কাঁপল ইউক্রেনের মাটি, বিশ্ববাসীকে ইউক্রেনের পাশে দাঁড়ানোর আর্জি জেলেনস্কির
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement