ফের চমক রুপার্ট মার্ডকের তরফে। জীবনে পঞ্চমবার বিয়ে করতে চলেছেন-এই ঘোষণার দু সপ্তাহের মধ্যে শোনা যাচ্ছে সে সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মিডিয়া-সম্রাট। সেরকমই গুঞ্জন শোনা যাচ্ছে মার্কিন সংবাদমাধ্যমগুলিতে। এই মর্মে প্রতিবেদনও প্রকাশ করেছে তারা। সেখানে দাবি করা হয়েছে বাগদান ঘোষণা করার দু’ সপ্তাহ পর ষাটোর্ধ্ব বান্ধবী অ্যান লেসলি স্মিথের থেকে সরে এসেছেন ৯২ বছর বয়সি মার্ডক। তবে মার্ডক বা অ্যানের তরফে এই গুঞ্জনে এখনও কোনও সিলমোহর পড়েনি।
প্রসঙ্গত ৬৬ বছর বয়সি অ্যানের সঙ্গে মার্ডকের আলাপ হয় গত বছর সেপ্টেম্বরে৷ ক্যালিফর্নিয়ার এক আঙুরবাগিচায়৷ অ্যান কাজ করতেন পুলিশ বিভাগে৷ সংবাদমাধ্যমে নবতিপর মার্ডক জানিয়েছেন ষাটোর্ধ্ব অ্যানকে দেখে তিনি প্রেমে পড়ে যান৷ তবে তিনি এও বলেছিলেন যে এটাই তাঁর শেষ সম্পর্ক তথা বিয়ে হতে চলেছে৷ চতুর্থ স্ত্রী জেরি হলের সঙ্গে গত বছর বিচ্ছেদ হয়ে যায় মার্ডকের৷
আরও পড়ুন : ডিভোর্সের পরও প্রাক্তন স্বামীর স্ত্রী সন্তানদের সঙ্গে নিজের দ্বিতীয় পক্ষের স্বামীকে নিয়ে সুখেই আছেন এই তরুণী
প্রথম তিন বিয়ে থেকে ৬ সন্তানের বাবা মার্ডক জানিয়েছেন জীবনের বাকি দিনগুলো নতুন হবু জীবনসঙ্গীর সঙ্গে মধুময় করে কাটাতে চান৷ এ বছরের গ্রীষ্মেই তাঁরা বিয়ে করতে চলেছেন৷ তার আগের সময়টুকু কাটাতে চান ইউরোপ ও আমেরিকার বিভিন্ন শহরে৷ কিন্তু এখন সে সব পরিকল্পনা ধূসর বলে মনে করা হচ্ছে।
এর আগে মার্ডক বিয়ে করেছিলেন ফ্লাইট অ্যাটেন্ড্যান্ট প্যাট্রিসিয়া বুকার, সাংবাদিক অ্যান মান এবং উদ্যোগী ওয়েন্ডি ডেং-কে৷ নবতিপর শিল্পপতির পঞ্চম স্ত্রী হতে পারেন বলে যাঁর নাম শোনা যাচ্ছিল, সেই অ্যানের প্রথম স্বামী ছিলেন গায়ক৷ কাজ করেছেন টেলিভিশন ও রেডিও ইন্ডাস্ট্রিতে৷ তবে তিনিও ছিলেন ব্যবসায়ী৷ তাই মার্ডকের সঙ্গে তাঁর মনের মিল হতে সুবিধে হয়েছে বলে জানান অ্যান৷ একাকী ১৪ বছর কাটানোর পর মার্ডকের সঙ্গে তাঁর নতুন সম্পর্ক ঈশ্বরের আশীর্বাদের মতোই বলে মন্তব্য ছিল অ্যানের৷
এত সবকিছুর পরে কী কারণে ভেস্তে গেল বাগদান ও বিয়ে, তাই নিয়ে চলছে জল্পনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rupert Murdoch