#ভেনিজুয়েলা: সেক্স নিয়ে মহা চিন্তা! রীতিমতো কপালে ঘাম, মাথায় হাত ! যৌন সংসর্গে লিপ্ত হওয়ার আগে অন্তত দশবার ভাবতে হচ্ছে এ দেশের নাগরিকদের! দেশটির নাম ভেনিজুয়েলা।
কিন্তু কেন এই দুশ্চিন্তা ? কারণ একটাই ! সেক্স বা স্বাভাবিক যৌন জীবনে কোনও নিষেধাজ্ঞা নেই সে দেশে, তবে গর্ভপাত করানো নিষিদ্ধ ! কড়া শাস্তিযোগ্য অপরাধ! আর তাই ভেনিজুয়েলার নাগরিকদের কাছে সুরক্ষিত যৌন জীবন অত্যন্ত জরুরি । আর সেই ছুঁতোয় ব্যবসায়ীরা মুনাফা লুটছে! বর্তমানে ভেনিজুয়েলায় কন্ডোম বা গর্ভনিরোধক ওষুধের দাম আকাশ ছোঁয়া! সস্তার কন্ডোম কিনে অনাকাঙ্খিত গর্ভধারণের ঝুঁকি নিতে নারাজ তরুণ প্রজন্ম। আর ভাল মানের কন্ডোম মানেই তা বিদেশ থেকে আমদানি করা। ফলে দামও চড়া।
বিবিসি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, ভেনিজুয়েলায় এক প্যাকেট কন্ডোমের দাম প্রায় ৭৫৫ থেকে ৮০০ মার্কিন ডলার ভারতীয় মূদ্রায় যা প্রায় ৫৭ হাজার টাকা! গর্ভনিরোধক ওষুধের দামও কিছু কম নয়! কাজেই বাধ্য হয়ে, চোখের জল মুছতে মুছতে সোনা বা হিরের দামেই নিজেদের যৌন জীবন সুরক্ষিত করতে বাধ্য হচ্ছে ভেনিজুয়েলার মানুষজন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Healthy physical relation, High cost rubber, Rubbers selling at 57 thousand rupees in venezuela