Home /News /international /

শরীরের অতিরিক্ত লোম তুলতে ২ কোটি টাকা রূপটান মহিলার, হলেন অসুস্থ, শরীরে বাসা বাঁধল জটিল রোগ

শরীরের অতিরিক্ত লোম তুলতে ২ কোটি টাকা রূপটান মহিলার, হলেন অসুস্থ, শরীরে বাসা বাঁধল জটিল রোগ

(Image: Liverpool Echo WS)

(Image: Liverpool Echo WS)

সানার বয়স ৩১৷ নিজেকে আরও সুন্দর করে তুলতে সানাও পা বাড়িয়েছিলেন গিয়েছিলেন ক্লিনিকে৷ কিন্তু তা যে এভাবে সানার ক্ষতি করবে, কোনও ভাবেই ভাবতে পারেননি তিনি৷

 • Share this:

  #লিভারপুল: শরীরে অতিরিক্ত লোমের সমস্যা থেকে মুক্তি পেতে করেছিলেন লেজার হেয়ার ট্রিটমেন্ট৷ কিন্তু সেই প্রক্রিয়াই মারাত্মক আকার নিল৷ লাভের বদলে হল ক্ষতি৷ শরীরে বাসা বাঁধল জটিল রোগ৷ যার জেরে খুবই নাজেহল হতে হল লিভারপুলের বাসিন্দা সান্না সোহেলকে৷ শরীরচর্চার এই বিশেষ প্রক্রিয়ার জন্য তাঁকে খরচ করতে হয়েছিল ২ লক্ষ টাকা৷ কিন্তু সেই টাকা পুরোটাই জলে গেল বলে মত সান্নার৷ উল্টে তিনি হলে গভীর অসুখের শিকার!

  সানার বয়স ৩১৷ শরীরে বাড়তি লোম দূর করতে তিনি লেজার ট্রিটমেন্ট করতে যান৷ সাধারণত রূপটানের এমন শখ থাকে বহু মহিলার৷ এর জন্য কাড়ি কাড়ি টাকা খরচের জন্যও পিছপা হন না তাঁরা৷ নিজেকে আরও সুন্দর করে তুলতে সানাও পা বাড়িয়েছিলেন সেই পথে৷ কিন্তু তা যে এভাবে সানার ক্ষতি করবে, কোনও ভাবেই ভাবতে পারেননি তিনি৷ এখন শরীরের এমন দশা যে নিজেকে মহিলা বলেই মনে হয় না, জানিয়েছেন সানা! ২০১৮-এ এক প্রসিদ্ধ বিউটি ক্লিনিকে যান তিনি৷ শুরু হয় শরীরচর্চা৷ তবে শরীরের লোম দূর করার বদলে, শরীরে আরও লোম গজিয়েছে বলে সানার অভিযোগ৷ ৮ দফায় শরীরে লোম ওঠানোর প্রক্রিয়া চলে৷ তবে তারপর নাকি তাঁর লোম আরও বড় আকার নিয়েছে৷ এমনকি একটি সিস্টও বাসা বেঁধেছে শরীরে৷ ক্লিনিকের ডাক্তার তাঁর অস্ত্রোপচার করবেন বলেও সেটা হয়নি৷

  খুবই কষ্টে ছিলেন সানা৷ সিস্টের কারণে সব পোশাকও তিনি সচ্ছ্বন্দ্য বোধ করতেন না৷ তবে এই ধরণের কোনও নির্দেশ দেয়নি বিউটি ক্লিনিক৷ তাই দীর্ঘদিন ভুগে নিজে থেকেই এই সমাধানের রাস্তা খুঁজেছেন সানা৷ এখন আর জিন্সের কাপড় বা প্যান্ট পরতে পারেন না তিনি৷ এতটাই নাজেহাল হয়েছিলেন সানা যে, শেষ পর্যন্ত নিজেই শুরু করেন লেজার ট্রিটমেন্ট নিয়ে গবেষণা৷ এরপর নিজেরই একটি ক্লিনিক খুলে ফেলেন লিভারপুলের বাসিন্দা সানা৷ তাঁর দাবি যে সকলকে তিনি ঠিক পরিষেবাই দেবেন৷ নিজে যেমন ভুগেছেন, তেমন সমস্যায় যাতে কাউকে আর পড়তে না হয়, সেই দিকে তাঁর নজর থাকবে!

  Published by:Pooja Basu
  First published:

  পরবর্তী খবর