'কোটা নয়, সরকারি নিয়োগ যতটা সম্ভব মেধার ভিত্তিতেই'
Last Updated:
সরকারিতে চাকরিতে সংরক্ষণ তুলে দিয়ে শুধুমাত্র মেধাকেই প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ৷
#ঢাকা: সরকারি চাকরিতে সংরক্ষণ তুলে দেওয়ার দাবিতে উত্তাল বাংলাদেশে কোটা যতটা সম্ভব তুলে দিয়ে মেধার ভিত্তিতে নিয়োগের সুপারিশ করল সংরক্ষণ পর্যালোচনা কমিটি৷ তবে বিতর্ক তৈরি হয়েছে, মুক্তিযোদ্ধাদের ৩০ শতাংশ সংরক্ষণ রাখার যৌক্তিকতা নিয়ে৷ মুক্তিযোদ্ধাদের সংরক্ষণের বিষয়টি নিয়ে সংরক্ষণ পর্যালোচনা কমিটি বাংলাদেশের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে৷
সরকারিতে চাকরিতে সংরক্ষণ তুলে দিয়ে শুধুমাত্র মেধাকেই প্রাধান্য দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশের যুব সম্প্রদায়ের একটা বড় অংশ৷ সংরক্ষণ পর্যালোচনা কমিটি জানিয়েছে, যতটা সম্ভব সংরক্ষণ তুলে দেওয়ার সুপারিশ করা হয়েছে৷ উন্মুক্ত প্রতিযোগিতার পক্ষেই সুপারিশ করা হয়েছে৷
তা হলে অনগ্রসরদের কী হবে? সংরক্ষণ পর্যালোচনা কমিটির নেতা মহম্মদ শফিউল আলমের কথায়, 'আমরা দেখেছি, অনগ্রসর বে যাঁদের চিহ্নিত করা হচ্ছে, তাঁরা অগ্রসর হয়ে গিয়েছেন৷' বর্তমানে বাংলাদেশে সরকারি চাকরিতে নিয়োগে ৫৬ শতাংশ পদ সংরক্ষিত৷ এর মধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ, নারী ১০ শতাংশ, জেলা ১০ শতাংশ, ক্ষুদ্র নৃগোষ্ঠী ৫ শতাংশ, প্রতিবন্ধী ১ শতাংশ।
advertisement
Location :
First Published :
August 14, 2018 1:24 PM IST