বাংলাদেশে ছাত্র আন্দোলন: কড়া সড়ক আইনের পথে ঢাকা, বাড়ছে সাজার মেয়াদ
Last Updated:
নিরাপদ সড়কের দাবিতে ২৯ জুলাই থেকে বাংলাদেশের পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা।
#ঢাকা: পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুর প্রতিবাদ, অশান্ত বাংলাদেশ। নিরাপদ সড়কের দাবিতে ২৯ জুলাই থেকে বাংলাদেশের পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা। এই প্রেক্ষাপটে এবার কড়া আইন আনার পথে হাঁটল শেখ হাসিনা সরকার।
দুর্ঘটনায় মৃত্যুতে বাড়ানো হচ্ছে সাজা ৷ সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় এবার থেকে কারাদণ্ডের মেয়াদ বেড়ে হল সর্বোচ্চ পাঁচ বছর ৷ এর সঙ্গে হবে আর্থিক জরিমানাও। এই মর্মে সড়ক পরিবহণ আইনের খসড়ায় সম্মতি দিল মন্ত্রিসভা।
আরও পড়ুন
advertisement
হাসিনা সরকারের তরফে জানানো হয়েছে, পথ দুর্ঘটনায় আহত বা মৃত্যু হলে পিনাল কোড অনুযায়ী, তা অপরাধ হিসেবে গণ্য হবে। তবে, অবহেলার জেরে গুরুতর আহত বা মৃত্যু হলে পাঁচ বছরের কারাদণ্ড অথবা আর্থিক জরিমানা দুটিই প্রযোজ্য হবে। এক্ষেত্রে এখন তিন বছরের কারাদণ্ডের সংস্থান রয়েছে।
advertisement
সরকার নতুন আইন তৈরির কথা ভাবলেও, সোমবারও কিন্তু থামেনি অশান্তি । শাহবাগ স্কোয়ারে পড়ুয়ারা মিছিল করতে গেলে বাধা দেয় পুলিশ। দু’পক্ষের মধ্যে শুরু হয়ে সংঘর্ষ। আহত হন পাঁচ জন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 06, 2018 7:51 PM IST