Restaurant launches 'Modi Ji Thali': মার্কিন মুলুকে মোদিকে নিয়ে দারুণ চমক! এক রেস্তোরাঁ যা করল, হইচই পড়ল এ দেশেও
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Restaurant launches 'Modi Ji Thali': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরের প্রাক্কালে, নিউ জার্সির একটি রেস্তোরাঁ প্রস্তুত করছে বিশেষ 'মোদিজি থালি'।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরের প্রাক্কালে, নিউ জার্সির একটি রেস্তোরাঁ প্রস্তুত করছে বিশেষ ‘মোদিজি থালি’। রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি জুন মাসে আমেরিকা সফরে যাবেন। আমেরিকার রাষ্ট্রপতি ২২ জুন প্রধানমন্ত্রীর জন্য নৈশভোজের আয়োজন করবেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন।
#WATCH | A New Jersey-based restaurant launches ‘Modi Ji’ Thali for PM Narendra Modi’s upcoming State Visit to the US. Restaurant owner Shripad Kulkarni gives details on the Thali. pic.twitter.com/XpOEtx9EDg
— ANI (@ANI) June 11, 2023
advertisement
শেফ শ্রীপাদ কুলকার্নি এই বিশেষ ‘মোদিজি থালি’ প্রস্তুত করেছেন। বিভিন্ন ভারতীয় খাবার দিয়ে তৈরি করা হচ্ছে এই থালি। ‘মোদিজি থালি’-তে থাকছে খিচুড়ি, রসগোল্লা, সরসো কা শাগ, কাশ্মীরি আলুর দম, ইডলি, ধোকলা, বাটারমিল্ক এবং পাপড়। ২০১৯ সালে ভারত সরকারের উদ্যোগে রাষ্ট্রপুঞ্জ ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বছর’ হিসাবে ঘোষণা করে। তাই, মানুষের মধ্যে বাজরার সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য, রেস্টুরেন্টটি বাজরা ব্যবহার করে এই সুস্বাদু থালিটি প্রস্তুত করেছে।
advertisement
রেস্তোরাঁর মালিক শীঘ্রই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে উত্সর্গ করেও আরেকটি থালি চালু করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমরা শীঘ্রই এই থালিটি চালু করার পরিকল্পনা করেছি। আমি খুবই আশাবাদী যে এই থালিটি জনপ্রিয়তা পাবে। এরপর আমি একটি ডাঃ জয়শঙ্কর থালি চালু করার পরিকল্পনা করছি।’ এই প্রথমবার নয় এর আগেও একটি রেস্তোরাঁ প্রধানমন্ত্রী মোদিকে একটি থালি উৎসর্গ করেছে। গত বছর প্রধানমন্ত্রী মোদির জন্মদিনের আগে, দিল্লির একটি রেস্তোরাঁ ‘৫৬ ইঞ্চি নরেন্দ্র মোদি থালি’ নামে একটি থালি চালু করেছিল।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 12, 2023 4:50 PM IST