Restaurant launches 'Modi Ji Thali': মার্কিন মুলুকে মোদিকে নিয়ে দারুণ চমক! এক রেস্তোরাঁ যা করল, হইচই পড়ল এ দেশেও

Last Updated:

Restaurant launches 'Modi Ji Thali': প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরের প্রাক্কালে, নিউ জার্সির একটি রেস্তোরাঁ প্রস্তুত করছে বিশেষ 'মোদিজি থালি'।

মার্কিন মুলুকে মোদিকে নিয়ে দারুণ চমক!
মার্কিন মুলুকে মোদিকে নিয়ে দারুণ চমক!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন আমেরিকা সফরের প্রাক্কালে, নিউ জার্সির একটি রেস্তোরাঁ প্রস্তুত করছে বিশেষ ‘মোদিজি থালি’। রাষ্ট্রপতি জো বাইডেন এবং ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদি জুন মাসে আমেরিকা সফরে যাবেন। আমেরিকার রাষ্ট্রপতি ২২ জুন প্রধানমন্ত্রীর জন‍্য নৈশভোজের আয়োজন করবেন বলে সূত্রের খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মতো মার্কিন কংগ্রেসের যৌথ সভায় ভাষণ দেবেন।
advertisement
শেফ শ্রীপাদ কুলকার্নি এই বিশেষ ‘মোদিজি থালি’ প্রস্তুত করেছেন। বিভিন্ন ভারতীয় খাবার দিয়ে তৈরি করা হচ্ছে এই থালি। ‘মোদিজি থালি’-তে থাকছে খিচুড়ি, রসগোল্লা, সরসো কা শাগ, কাশ্মীরি আলুর দম, ইডলি, ধোকলা, বাটারমিল্ক এবং পাপড়। ২০১৯ সালে ভারত সরকারের উদ্যোগে রাষ্ট্রপুঞ্জ ২০২৩ সালকে ‘আন্তর্জাতিক মিলেট বছর’ হিসাবে ঘোষণা করে। তাই, মানুষের মধ‍্যে বাজরার সম্পর্কে সচেতনতা প্রচারের জন্য, রেস্টুরেন্টটি বাজরা ব্যবহার করে এই সুস্বাদু থালিটি প্রস্তুত করেছে।
advertisement
রেস্তোরাঁর মালিক শীঘ্রই বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করকে উত্সর্গ করেও আরেকটি থালি চালু করার পরিকল্পনা করেছেন। তিনি বলেন, ‘আমরা শীঘ্রই এই থালিটি চালু করার পরিকল্পনা করেছি। আমি খুবই আশাবাদী যে এই থালিটি জনপ্রিয়তা পাবে। এরপর আমি একটি ডাঃ জয়শঙ্কর থালি চালু করার পরিকল্পনা করছি।’ এই প্রথমবার নয় এর আগেও একটি রেস্তোরাঁ প্রধানমন্ত্রী মোদিকে একটি থালি উৎসর্গ করেছে। গত বছর প্রধানমন্ত্রী মোদির জন্মদিনের আগে, দিল্লির একটি রেস্তোরাঁ ‘৫৬ ইঞ্চি নরেন্দ্র মোদি থালি’ নামে একটি থালি চালু করেছিল।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Restaurant launches 'Modi Ji Thali': মার্কিন মুলুকে মোদিকে নিয়ে দারুণ চমক! এক রেস্তোরাঁ যা করল, হইচই পড়ল এ দেশেও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement