#লহোর: একের পর এক রেহামের বাউন্সারে বোল্ড হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা৷ আপাতত শুধুমাত্র নিজের প্রাক্তন স্বামী ও ওয়াসিম আক্রামের বিরুদ্ধেই তোপ দেগেছেন রেহাম খান৷ আবারও ইমরানের বিরুদ্ধে বোমা ফাটালেন তিনি৷ তাঁর দাবি ইমরান খান সমকামী৷
আরও পড়ুন জেট ল্যাগ কাটিয়ে ওঠার আগেই অনুশীলনে রোনাল্ডোরা
রেহাম আরও জানিয়েছেন পাক অভিনেতা হামজা আলি আব্বাসি এবং পিটিআই নেতা মুরাদ সাঈদের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্কে জড়িয়েছেন ইমরান৷ রেহমের ফাঁস হওয়া আত্মজীবনীতে এই তথ্যগুলো সামনে এসেছে৷
I have nothing to say about Reham Khan’s allegations and whatever filth the woman’s written about me or anyone. It’s shameful beyond words. It’s pretty obvious whose hands she’s playing in, the woman and her aides have totally lost the plot.
— Murad Saeed (@MuradSaeedPTI) June 5, 2018
আরও পড়ুন সালাহর দেশের লোক- নুফাল এখন সংবাদ শিরোনামে, বিশ্বকাপের বাজারে কেন তিনি হিট ?
যদিও ইমরান ও হামজা এই বিষয় নিয়ে মুখ খোলেননি, কিন্তু মুরাদ এই তথ্যকে অস্বীকার করেছেন৷ নিজের ট্যুইটে রেহামকে মিথ্যেবাদী বলে অভিযোগ করেছেন রেহাম৷ ইমরান ও মুরাদের এমন কোন সম্পর্ক থাকা যে সম্ভব নয়, সেটা স্পষ্ট করেছেন তিনি৷ আগামিদিনে আর কী কী বিস্ফোরক তথ্য দেন রেহাম, তার দিকে নজর সকলের৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।