Home /News /international /
ইমরান সমকামী, দাবি প্রাক্তন স্ত্রী রেহামের

ইমরান সমকামী, দাবি প্রাক্তন স্ত্রী রেহামের

File Photo

File Photo

একের পর এক রেহমের বাউন্সারে বোল্ড হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা৷ আপাতত শুধুমাত্র নিজের প্রাক্তন স্বামী ও ওয়াসিম আক্রামের বিরুদ্ধেই তোপ দেগেছেন রেহম খান৷

 • Share this:

  #লহোর: একের পর এক রেহামের বাউন্সারে বোল্ড হচ্ছেন পাকিস্তানি ক্রিকেটাররা৷ আপাতত শুধুমাত্র নিজের প্রাক্তন স্বামী ও ওয়াসিম আক্রামের বিরুদ্ধেই তোপ দেগেছেন রেহাম খান৷ আবারও ইমরানের বিরুদ্ধে বোমা ফাটালেন তিনি৷ তাঁর দাবি ইমরান খান সমকামী৷

  আরও পড়ুন জেট ল্যাগ কাটিয়ে ওঠার আগেই অনুশীলনে রোনাল্ডোরা

  রেহাম আরও জানিয়েছেন পাক অভিনেতা হামজা আলি আব্বাসি এবং পিটিআই নেতা মুরাদ সাঈদের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্কে জড়িয়েছেন ইমরান৷ রেহমের ফাঁস হওয়া আত্মজীবনীতে এই তথ্যগুলো সামনে এসেছে৷

  আরও পড়ুন সালাহর দেশের লোক- নুফাল এখন সংবাদ শিরোনামে, বিশ্বকাপের বাজারে কেন তিনি হিট ?

  যদিও ইমরান ও হামজা এই বিষয় নিয়ে মুখ খোলেননি, কিন্তু মুরাদ এই তথ্যকে অস্বীকার করেছেন৷ নিজের ট্যুইটে রেহামকে মিথ্যেবাদী বলে অভিযোগ করেছেন রেহাম৷ ইমরান ও মুরাদের এমন কোন সম্পর্ক থাকা যে সম্ভব নয়, সেটা স্পষ্ট করেছেন তিনি৷ আগামিদিনে আর কী কী বিস্ফোরক তথ্য দেন রেহাম, তার দিকে নজর সকলের৷

  First published:

  Tags: Imran Khan, Reham Khan, Reham Khan Autobiography

  পরবর্তী খবর