Pakistan News: মহিলা, শিশু সহ ৩০ জনের মৃত্যু! নিজেদের দেশেই কেন বোমা ফেলল পাকিস্তান?

Last Updated:

এই ঘটনায় পাক সরকার এবং প্রশাসনের উপরেই প্রবল ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ কারণ একের পর এক সন্ত্রাসবাদী হামলায় এমনিতেখাই গত কয়েক বছরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের৷K

পাক সেনার বিমান হামলার পর খাইবার পাখতুনখোয়ায় স্থানীয়দের বিক্ষোভ৷
পাক সেনার বিমান হামলার পর খাইবার পাখতুনখোয়ায় স্থানীয়দের বিক্ষোভ৷
সোমবার নিজেদের দেশেই বোমা বর্ষণ করেছে পাকিস্তানের বায়ুসেনা৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশে চিনা জে-১৭ যুদ্ধবিমান থেকে চিনেরই তৈরি এলএস-৬ লেজার নিয়ন্ত্রিত বোমা বর্ষণ করে পাক বায়ুসেনা৷ সোমবার ভোররাত দুটো নাগাদ তিরহা গ্রামে এই হামলা চালানো হয়৷ যে হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে৷ মৃতদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছে৷
এই ঘটনায় পাক সরকার এবং প্রশাসনের উপরেই প্রবল ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা৷ কারণ একের পর এক সন্ত্রাসবাদী হামলায় এমনিতেখাই গত কয়েক বছরে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে ওই অঞ্চলের বাসিন্দাদের৷ ওই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার জন্য গত সপ্তাহেই বিক্ষোভ সোয়াট উপত্যকার মিনগোরায় বিক্ষোভ দেখান ওই প্রদেশের বাসিন্দারা৷
কিন্তু হঠাৎ কেন নিজেদের দেশের ভিতরেই এ ভাবে বোমা বর্ষণ করল পাকিস্তানের বায়ুসেনা?
advertisement
advertisement
পাক সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, খাইবার পখতুনখোয়ার ওই অঞ্চলে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালিবানের পরিচালিত এই বোমা তৈরির কারখানাকে নিশানা করতে চেয়েছিল পাক বায়ুসেনা৷ পাকিস্তান বার বার অভিযোগ করেছে, প্রতিবেশী আফগানিস্তান থেকে তাদের দেশে এসে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছে তেহরিক-ই-তালিবান নামে এই জঙ্গি সংগঠন৷ সীমান্তের ওপার থেকে যাতে কোনওভাবে তাদের দেশে জঙ্গি কার্যকলাপে মদত না দেওয়া হয়, তা নিশ্চিত করতে একাধিক বার কাবুলের উপরে চাপ দিয়েছে ইসলামাবাদ৷
advertisement
যদিও পাকিস্তানের তোলা এই অভিযোগ অস্বীকার করেছে তালিবান নিয়ন্ত্রিত আফগান সরকার৷ আফগানিস্তান সরকারের মুখপাত্র পাল্টা অভিযোগ করেছেন, নিজেদের গাফিলতি ঢাকতেই আফগানিস্তানের উপরে এই ধরনের দায় চাপানোর চেষ্টা করছে পাকিস্তান সরকার৷ নিজেদের দেশের নিরাপত্তা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় বলেও দাবি করেন আফগান সরকারের মুখপাত্র৷
খাইবার পখতুনখোয়া প্রদেশের পুলিশ সংবাদসংস্থা এপি-র কাছে দাবি করেছে, তেহরিক-ই-তালিবানের দুই কম্যান্ডার আমন গুল এবং মাসুদ খান মিলে এই বোমা তৈরির কারখানা চালাত৷ এই কারবার আড়াল করার জন্য স্থানীয় বাসিন্দাদেরই মানব ঢাল হিসেবে ব্যবহার করা হত৷ এই বোমাগুলি তৈরি করার পর স্থানীয় মসজিদে লুকিয়ে রাখা হত৷
advertisement
কয়েক দিন আগেই ওয়াজিরিস্তানে পাক সেনাবাহিনীর উপরে হামলা চালায় তেহরিক-ই-তালিবান৷ সেই হামলায় ১২ জন পাক সেনার মৃত্যু হয়৷ আহত হন আরও চার সেনা জওয়ান৷ সেই হামলার বদলা নিতেই সোমবার রাতে পাকিস্তানের বায়ুসেনা তেহরিক-ই-তালিবানের ঘাঁটিতে হামলা চালায় বলে মনে করা হচ্ছে৷
২০২১ সালে তালিবানরা আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকেই খাইবার পাখতুনখোয়ায় তেহরিক-ই-তালিবান আরও সক্রিয় হয়ে উঠেছে৷ বেশ কিছু দিন ধরেই খাইবার পখতুনখোয়ায় এই জঙ্গি গোষ্ঠীকে কোণঠাসা করতে উঠেপড়ে লেগেছে ইসলামাবাদ৷
advertisement
খাইবার পখতুনখোয়া প্রদেশ ভৌগলিক ভাবেই যথেষ্ট দুর্গম৷ পাকিস্তানের উত্তর পশ্চিম দিকে রয়েছে এই খাইবার পখতুনখোয়া প্রদেশ৷ এর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে রয়েছে পঞ্জাব প্রদেশ৷ দক্ষিণ এবং উত্তর দিকে রয়েছে যথাক্রমে বালোচিস্তান এবং গিলগিট বালটিস্তান৷ ঐতিহাসিক খাইবার পাসের কাছে এই প্রদেশের রাজধানী পেশোয়ার অবস্থিত৷ খাইবার পাখতুনখোয়া প্রদেশের পশ্চিম দিকে রয়েছে আফগানিস্তান সীমান্ত৷ পাহাড়ে ঘেরা এই প্রদেশের বহু দুর্গম অঞ্চল রয়েছে৷ যে কারণে এই অঞ্চলে জঙ্গি গোষ্ঠীগুলি সহজেই নিজেদের কার্যকলাপ চালায়৷ জঙ্গি দমন অভিযানে সাধারণ মানুষের মৃত্যুর পর খাইবার পাখতুনখোয়ার এই দুর্গম ভৌগলিক অবস্থানকেই দায়ী করছেন পাকিস্তানের সামরিক কর্তারাও৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Pakistan News: মহিলা, শিশু সহ ৩০ জনের মৃত্যু! নিজেদের দেশেই কেন বোমা ফেলল পাকিস্তান?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement