বাইডেনের নেতৃত্বে সঠিক দিশা পাবে আমেরিকা, বার্তা রাহুল গান্ধির
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
রাহুলের বার্তা, যোগ্য নেতৃত্ব পাচ্ছেন মার্কিন নাগরিকরা।
#ওয়াশিংটন: ৪৬ তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলেন জো বাইডেন। বাইডেনের নির্বাচিত হওয়ার দিনে গোটা বিশ্ব থেকে আসছে শুভেচ্ছার ঝড়। শুভেচ্ছা প্রদানকারীর তালিকায় রইলেন রাহুল গান্ধিও। রাহুলের বার্তা, যোগ্য নেতৃত্ব পাচ্ছেন মার্কিন নাগরিকরা।
আজ ট্যুইটারে রাহুল লেখেন, "জো বিডেনকে স্বাগত। আমি আত্মবিশ্বাসী, তিনি মার্কিনিদের ঐক্যবদ্ধ করবেন এবং নেতৃত্বের সঠিক দিশা দেবেন।"
Congratulations to President-elect @JoeBiden. I’m confident that he will unite America and provide it with a strong sense of direction.
— Rahul Gandhi (@RahulGandhi) November 7, 2020
advertisement
advertisement
৭২ ঘণ্টার বেশি মাটি কামড়ে লড়েছে বাইডেন শিবির। দিনের শুরুতে ব্যাগে ২৫৩ টি ইলেক্টরাল ভোট থাকায় বাইডেনের জয় নিশ্চিত ছিলই। কিন্তু ট্রাম্প শিবির বেঁকে বসে জর্জিয়ায় পুনর্গণনার দাবি জানায়। যদিও বাইডেন সমর্থকদের পাখির চোখ ছিল পেনসিলভেনিয়া। সেখানে ২০ টি ভোট জোগাড় হয়ে গেলে আর কিছুই করার ছিল না ট্রাম্প গোষ্ঠীর।
advertisement
বাইডেনের বিজয়বার্তা ঘোষিত হতেই উচ্ছ্বাসে মেতে ওঠে বাইডেন শিবির। একটি ভিডিও পোস্ট করে সবার রাষ্ট্রপতি হয়ে ওঠার বার্তা দেন বাইডেন। ভিডিওটিতে দেখা যায়, সর্বস্তরের উদ্য়মী মার্কিন মানুষকে একজোট হওয়ার বার্তা দিচ্ছেন বাইডেন। বাইডেন ট্যুইটটিতে লেখেন, "আমি এই দেশের কাছে নেতৃত্বের দায়িত্ব প্রদানের জন্য কৃতজ্ঞ। সামনের দিনগুলিতে আমাদের জন্য কঠিন। আমি এটুকু প্রমিস করতে পারি, আমি সকলের প্রেসিডেন্ট হয়ে উঠব।"
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2020 12:27 AM IST