রানির মৃত্যুতে কেমন হবে শোকজ্ঞাপন ? শুরু হল রিহার্সাল!

Last Updated:

রানি এলিজাবেথের মৃত্যুতে কীভাবে শোক পালন হবে তারই পরিকল্পনা শুরু হল ৷ বেশ কিছু ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রানির মৃত্যুতে ১০ দিনের জাতীয় শোক পালন করা হবে বলেই ঠিক হয়েছে ৷

#লন্ডন: রানি এলিজাবেথের মৃত্যুতে কীভাবে শোক পালন হবে তারই পরিকল্পনা শুরু হল ৷ বেশ কিছু ব্রিটিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী রানির মৃত্যুতে ১০ দিনের জাতীয় শোক পালন করা হবে বলেই ঠিক হয়েছে ৷ এই নিয়ে সম্প্রতি একটি প্রশাসনিক বৈঠকও হয় ৷ নেতৃত্বে ছিলেন ব্রিটিশ ডেপুটি প্রাইম মিনিস্টার ডেভিড লিডিংটন ৷ এই প্রক্রিয়াটির নাম দেওয়া হয়েছে ক্যাসল ডভ ৷
বৈঠকেই ঠিক হয় মৃত্যুর পর পাঁচ দিন ওয়েস্টমিনস্টার হলে রাখা হবে রানির দেহ ৷ এই পাঁচ দিনেই দেশ বিদেশের বিভিন্ন অতিথি অভ্যাগতরা রানিকে শ্রদ্ধা জানাতে পারবেন ৷ এমনিতে রাজ পরিবারের মৃত্যুর খবর সম্প্রচারের দায়িত্বে রয়েছে ব্রিটিশ টেলিভিশন চ্যানেল বিবিসি ৷ তবে ডিজিটাল যুগে খবর সম্প্রচার হবে সোশ্যাল মিডিয়ায়, এমনই ঠিক হয়েছে ৷ যদিও সর্ব প্রথম রানির মৃত্যুর খবর জানাবেন তাঁর ব্যক্তিগত সচিব ৷ খবর জানাতে ব্যবহার করা হবে লন্ডন ব্রিজ ইজ ফলিরং-এর মত কোড ওয়ার্ডও ৷ খবর যাবে প্রথমে প্রধানমন্ত্রীর কাছে ৷
advertisement
advertisement
রানি এলিজাবেথের মৃত্যুর পর রাজ সিংহাসনে বসবেন তাঁর ছেলে চার্লস ৷ এভাবে কোন রাজপরিবারের সদস্যের মৃত্যুতে শোক পালনের পরিকল্পনা একেবারেই নতুন ৷ কিন্তু রানির মৃত্যু নিয়ে কেন চিন্তিত ব্রিটিশ রাষ্ট্রনেতারা ? সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চে একটি অনুষ্ঠানে রানির অনুপস্থিতি ঘিরেই শুরু হয়েছে সব জল্পনা ৷ জানানো হয় রানি অসুস্থ, তাই থাকতে পারেননি অনুষ্ঠানে ৷ তারপর থেকেই তোড়জোড় শুরু হয়েছে রানির মৃত্যুতে কীভাবে শ্রদ্ধাজ্ঞাপন করা হবে ব্রিটেন জুড়ে ৷
advertisement
এই খবরেই শুরু হয় জল্পনা -
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রানির মৃত্যুতে কেমন হবে শোকজ্ঞাপন ? শুরু হল রিহার্সাল!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement