বিশ্বকাপ ফাইনালে পুতিন-বিরোধী প্রতিবাদ: দায় স্বীকার নারীবাদী সংগঠনের

Last Updated:

রাজনৈতিক বন্দীদের মুক্তি চেয়ে মাঠে ঢুকে পড়লেন রুশ নারীবাদী সংস্থা ।

#মস্কো:   লুজনিকি স্টেডিয়ামে পুরোদমে চলছে ফুটবল বিশ্বকাপ ফাইনাল । তখন ৫২ মিনিট চলছে । ২-১ গোলে এগিয়ে আছে ফ্রান্স । হঠাৎই গ্যালারি থেকে ৪জন ঢুকে পড়েন মাঠের মধ্যে । প্রত্যেকের পরনে ছিল পুলিশের উর্দি । মাঠের মধ্যে ঢুকে পড়তেই নিরাপত্তাকর্মীদের সাথে সংঘর্ষ লেগে যায় তাঁদের ।
ক্রোয়েশিয়ান ডিফেন্ডার দেজান লভরেনের সাথেও ধাক্কা লেগে যায় তাদের একজনের । এরপরই নিরাপত্তারক্ষীরা অনুপ্রবেশকারীদের মাঠ থেকে বার করে দেন ।  তিনজন মহিলা ও একজন পুরুষকে নিকটবর্তী থানায় জিজ্ঞাসাবাদ করার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।
টুইটারে এই ঘটনার দায় স্বীকার করেছে পুসি রায়ট নামক রাশিয়ার এক নারীবাদী সংগঠন । টুইটে বলা হয়েছে এই 'পিচ ইনভেশন'টি রাজনৈতিক বন্দীদের মুক্তির জন্যই করা হয়েছে । পুসি রায়টের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি পেশ করা হয়েছে । রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া, সোশ্যাল মিডিয়ায় 'লাইকে'র ভিত্তিতে কাউকে গ্রেপ্তার না করার দাবি জানিয়েছে তাঁরা। এছাড়াও অবৈধভাবে কোনও রাজনৈতিক সমাবেশ আটকানো যাবে না, রাশিয়ায় স্বচ্ছ রাজনৈতিক প্রক্রিয়া, নাগরিকদের বিরুদ্ধে মিথ্যে মামলা না করা সহ আরও নানাবিধ দাবি জানিয়েছে এই সংগঠন ।
advertisement
advertisement
প্রসঙ্গত, মাঠে উপস্থিত ছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন । ২০১১ থেকেই ধারাবাহিকভাবে পুতিনের সমালোচনা করে এসেছে এই পুসি রায়ট । পুতিনকে স্বৈরাচারী আখ্যাও দিয়েছে এই সংগঠন । মূলত, নারীবাদী ও এলজিবিটি সম্প্রদাইয়ের অধিকার নিয়ে কাজ করে থাকে এই প্রতিবাদী সংগঠন ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বকাপ ফাইনালে পুতিন-বিরোধী প্রতিবাদ: দায় স্বীকার নারীবাদী সংগঠনের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement