Indians attacked in Australia: অস্ট্রেলিয়ায় খলিস্তান পন্থীদের হাতে আক্রান্ত ভারতীয়রা, জাতীয় পতাকার অবমাননা! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
Last Updated:
তিন দিন আগেই খলিস্তানি সংগঠনের সদস্যরা অস্ট্রেলিয়ায় তিনটি মন্দিরে ভাঙচুর চালায় বলে অভিযোগ৷
মেলবোর্ন: অস্ট্রেলিয়ায় খলিস্তানি সমর্থকদের হাতে আক্রান্ত হলেন ভারতীয়রা৷ এমন কি, ভারতের জাতীয় পতাকারও অবমাননা করা হয় বলে অভিযোগ৷ অস্ট্রেলিয়ার মেলবোর্নে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে৷ গোটা ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে৷
তিন দিন আগেই খলিস্তানি সংগঠনের সদস্যরা অস্ট্রেলিয়ায় তিনটি মন্দিরে ভাঙচুর চালায় বলে অভিযোগ৷ মন্দিরগুলির গায়েও ভারত বিরোধী স্লোগান লেখা হয়৷ তার পরে এবার ভারতীয়দের উপরে হামলার ঘটনা ঘটল৷
advertisement
বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা ঘটনার ভিডিও ট্যুইটারে পোস্ট করেন৷ সেখানে দেখা যাচ্ছে, জাতীয় পতাকা হাতে নিয়ে যাওয়া ভারতীয়দের উপরে হামলা চালাচ্ছে খলিস্তানি পন্থীরা৷ হামলাকারীদের হাতে রডও ছিল৷ তাই দিয়েই ভারতীয়দের উপরে হামলা চালায় তারা৷
advertisement
I strongly condemn anti India activities by pro Khalistani in Australia. Anti-social elements that are trying to disrupt the peace & harmony of the country with these activities, must be dealt with strongly and culprits must be brought to books.@ANI pic.twitter.com/xMMxNTQscc
— Manjinder Singh Sirsa (@mssirsa) January 29, 2023
advertisement
এই হামলার ঘটনায় পাঁচ জন ভারতীয় আহত হন৷ তাঁদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ভিডিও-তে দেখা গিয়েছে, নিজেদের বাঁচাতে পালিয়ে যাচ্ছেন ভারতীয়রা৷ তাসত্ত্বেও তাঁদের ধরে মারধর করা হয় বলে অভিযোগ৷ ভিডিওতে ধরা পড়ে, এক হামলাকারী ভারতীয় পতাকা খুলে মাটিতে ফেলে দিচ্ছে৷
আরও পড়ুন: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী নাকি! বেশরম রঙ গানে উত্তাল নাচ, সত্যি খুঁজতে গিয়ে নেটিজেনরা গোয়েন্দা
advertisement
ভিক্টোরিয়া পুলিশের পক্ষ থেকে অবশ্য পরে জানানো হয়, এই হামলার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে৷ হিংসা ছড়ানোর অভিযোগে তাদের জরিমানাও করা হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা৷ কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভিও শিখ এবং হিন্দু সম্প্রদায়ের উপরে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন৷
হিন্দু মন্দিরের উপরে হামলার ঘটনার নিন্দা করেছিল অস্ট্রেলিয়ার ভারতীয় দূতাবাস৷ এই ঘটনাকে খুবই উদ্বেগজনক বলে উল্লেখ করে সতর্ক হওয়ার দাবি জানিয়েছিল ভারতীয় দূতাবাস৷ এই ঘটনা ঘৃনা ছড়ানোর চেষ্টা বলেও উদ্বেগ প্রকাশ করা হয়৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
January 30, 2023 11:04 AM IST