রাজকীয় বিয়ে থেকে সোজা বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে পৌঁছলেন প্রিয়াঙ্কা

Last Updated:
#ঢাকা: বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে গেলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া । আজ সোমবার সকালে ইউএস বাংলার একটি বিমানে ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হন এই অভিনেত্রী ।
জানা গিয়েছে, জাতিসঙ্ঘের শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছাদূত হিসেবে প্রিয়াঙ্কা চোপড়া রোহিঙ্গা শিবির পরিদর্শনে গিয়েছেন । এদিকে তাঁর অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বাংলাদেশে যাওয়ার খবরটি নিশ্চিত করেছিলেন অভিনেত্রী নিজেই ৷ পোস্টে তিনি লিখেছেন, ‘বিশ্বের যত্নের প্রয়োজন, আমাদের যত্ন নিতে হবে।’ আরও জানা গিয়েছে, বাংলাদেশে দু’দিন থাকবেন এই তারকা। সোমবার দিনব্যাপী প্রিয়াঙ্কা চোপড়া কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলো ঘুরে দেখবেন। দুই দিনের এই সফরে প্রিয়াঙ্কা ইউনিসেফ এর শুভেচ্ছাদূত হিসেবে কিছু কর্মসূচিতেও যোগ দেবেন।
advertisement
advertisement
advertisement
এর আগে গত বছর সিরিয়ায় যুদ্ধে আক্রান্ত শিশুদের পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা । চলতি বছরের মার্চ মাসে এক অনুষ্ঠানে বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের ইচ্ছা প্রকাশ করেছিলেন এই অভিনেত্রী । শরণার্থীদের বিষয়ে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘আমাদের সবাইকে বুঝতে হবে এটি একটি বৈশ্বিক মানবিক সঙ্কট, আঞ্চলিক নয়।’
লন্ডনে বান্ধবী মেগানের সঙ্গে প্রিন্স হ্যারির বিয়েতে অংশ নেওয়ার পর লন্ডন থেকে ঢাকা আসেন এই অভিনেত্রী।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাজকীয় বিয়ে থেকে সোজা বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে পৌঁছলেন প্রিয়াঙ্কা
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement