এবার কি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা প্রিয়াঙ্কা চোপড়ার ?

Last Updated:
#লন্ডন: নতুন অতিথির জন্য তৈরি হচ্ছে রয়্যাল প্যালেস ৷ মেগান সন্তানসম্ভবা, অক্টোবর মাসেই জানিয়ে দিয়েছিলেন প্রিন্স হ্যারি ও মেগান ৷ কিন্তু বাড়ির রীতি মেনে সন্তানের জন্য গড মাদার কাকে বাছবেন হ্যারি-মেগান,সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে ৷ প্রবলভাবে উঠে আসছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম !
এদেশে যেমন ভিক্ষা-মা থাকেন, গড মাদার বিষয়টি অনেকটা ওরমই ৷ হ্যারি-মেগানের সন্তানের গড মাদার কোনভাবেই কেটকে করা হবে না ৷ কারণ জায়ের সঙ্গে সম্পর্ক তেমন ভাল না মেগানের এমনই খবর অন্দরের ৷ তবে রাজবাড়ির নিয়ম অনুযায়ী অনেক সময়ই বাড়ির বাইরের কাউকে এই দায়িত্ব দেওয়া হয় ৷ সেক্ষেত্রে কে হতে পারে হ্যারির সন্তানের গড মাদার ? তা নিয়েই শুরু হয়েছে জল্পনা ৷
advertisement
advertisement
মেগানের বহু বন্ধুর নাম উঠে এসেছে এর জন্য ৷ যার মধ্যে যেমন রয়েছেন সেরেনা উইলিয়ামস তেমনই পছন্দের তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া ৷ মেগানের বিয়েতেও তাঁর উপস্থিতি নজর কেড়েছিল ৷ এবার কী তাহলে বন্ধুর সন্তানের গড মাদার হয়ে বাড়তি দায়িত্ব পাবেন বলিউডের দেশি গার্ল ? গড়বে রয়্যাল ফ্যামিলির সঙ্গে তাঁর আত্মীয়তা ? সময়ই বলবে ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
এবার কি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সঙ্গে আত্মীয়তা প্রিয়াঙ্কা চোপড়ার ?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement