#নয়াদিল্লি: বন্দিদের যৌনসুখ দিতে মুখমেহনে মহিলা কারারক্ষী ৷ সম্প্রতি জেলের ভিতরের এমনই একটি ভিডিও প্রকাশ হতেই সেটি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ X রেটেড ভিডিওটি অনলাইনে প্রকাশ হওয়ার পর ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷
আরও পড়ুন: স্কুলে পাস-ফেল ফিরিয়ে আনছে রাজ্য, ৫ সদস্যের কমিটি গঠন
ভিডিওতে দেখা যাচ্ছে জেলের এক মহিলা কারারক্ষী উত্তর ফ্রান্সের একটি জেলের বন্দির ঘরে আসে ৷ সেখানে তাদের মধ্যে কিছু কথা বার্তা হয় ৷ এরপর মহিলা কারারক্ষী দেখে নেন আশপাশে কেউ নেই ৷ তারপর ঝুঁকে পড়েন তিনি ৷ ভিডিও দেখে এটা স্পষ্ট যে মুখমেহনের কাজ চলছে ৷
আরও পড়ুন: ওরাল সেক্স করতে বাধ্য করে স্বামী, কড়া ব্যবস্থার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে স্ত্রী
ভিডিওটি প্রথমে স্ন্যাপচ্যাটে আপলোড করা হয় ৷ জানা গিয়েছে, ওই ২৬ বছরের ওই বন্দি মাদক পাচারের অপরাধে জেলে রয়েছেন ৷ ঘটনার পর তাকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে ৷ তার সেল থেকে তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ৷ তার মধ্যে একটিতে প্রকাশ হওয়া ভিডিওটি রেকর্ড করা ছিল ৷
আরও পড়ুন: ১৬ বছরের ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে আটক স্কুলপড়ুয়া
Ah wee ça a changer la prison les matonne tire des pipe au clame pic.twitter.com/LLKEe8oS3v
— L’bata (@Lbata1) July 11, 2018
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Prison