'মেগানের সঙ্গে বিয়ে হলে সন্তান নিখাদ ফর্সা হবে না', বাবার বর্ণবিদ্বেষের কথা প্রকাশ্যে আনলেন প্রিন্স হ্যারি
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
ইতিমধ্যেই ওপরাকে দেওয়া এই সাক্ষাৎকারের নানা বক্তব্য ঘিরে তুলকালাম চলছে ব্রিটেনে। মেগান এবং হ্যারি দু'জনেই জানিয়েছেন যে তাঁদের বিয়ে নিয়ে যথেষ্ট আপত্তি তুলেছিলেন বর্ণবিদ্বেষী প্রিন্স চার্লস।
#ইংল্যান্ড: মেগান মার্কলের (Meghan Markle) সঙ্গে প্রিন্স হ্যারির (Prince Harry) বিয়ে নিয়ে যে ব্রিটেনের রাজপরিবার খুব একটা খুশি ছিল না, সে কথা নতুন করে বলার মতো নয়। অনেকেই জানেন যে মেগান এর আগে একবার বিয়ে করেছিলেন, সেই বিষয়টি নিয়ে অস্বস্তিতে ছিলেন বাকিংহাম প্যালেসের বাসিন্দারা। কিন্তু সম্প্রতি ওপরা উইনফ্রেকে (Oprah Winfrey) দেওয়া এক সাক্ষাৎকারে মেগান জানিয়েছেন যে রাজপরিবার থেকে তাঁদের বিয়ে নিয়ে আরও একটা তীব্র আপত্তি ছিল। সেটা তাঁদের অনাগত সন্তানের গায়ের রং নিয়ে!
ইতিমধ্যেই ওপরাকে দেওয়া এই সাক্ষাৎকারের নানা বক্তব্য ঘিরে তুলকালাম চলছে ব্রিটেনে। অনেকেই বলছেন যে প্রিন্স হ্যারি স্বেচ্ছায় রাজপরিবার ত্যাগ করে আসেননি, বরং তাঁকে বের করে দেওয়া হয়েছে। সেই গায়ের ঝাল মেটাতেই না কি তিনি নিজের পরিবার এবং বাবা প্রিন্স চার্লসকে (Prince Charles) নিয়ে যা খুশি তাই বলে চলেছেন সংবাদমাধ্যমের কাছে। এই কারণেই মেগানের সঙ্গে তিনিও সরব হয়েছেন ওপরার কাছে।
advertisement
মেগান এবং হ্যারি দু'জনেই জানিয়েছেন যে তাঁদের বিয়ে নিয়ে যথেষ্ট আপত্তি তুলেছিলেন বর্ণবিদ্বেষী প্রিন্স চার্লস। তিনি না কি জানিয়েছিলেন যে মেগান নিখাদ শ্বেতাঙ্গ নন, সে কারণে ব্রিটেনের রাজপরিবারের শুদ্ধ রক্ত দূষিত হবে। এই পরিবারে জন্ম নেবে এমন এক সন্তান যে নিখাদ ফর্সা নয়! এই বর্ণ-অশুদ্ধি যাতে না ঘটে, সেই জন্য ছেলেকে সাবধান করেছিলেন তিনি!
advertisement
advertisement
এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে বক্তব্যে প্রিন্স হ্যারি সরাসরি বাবার নাম নেননি। তিনি শুধু রাজপরিবারের আপত্তি বলে বিষয়টা উল্লেখ করেছিলেন। ওপরা যখন জানতে চান যে এটা রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) আপত্তি কি না, তখন স্পষ্ট না বলে দেন প্রিন্স হ্যারি। সেই হিসেবে তাঁকে বারণ করার অধিকারী একজনই পড়ে থাকেন বাকিংহাম প্যালেসে, তাঁর বাবা প্রিন্স চার্লস!
advertisement
সঙ্গত কারণেই এই বক্তব্য অস্বস্তিতে ফেলেছে দেশকে। যদিও সেখানকার বিখ্যাত কৃষ্ণাঙ্গ ব্ল্যাক কয়ার জানাচ্ছে অন্য কথা। এই গায়ক-দলের দাবি, প্রিন্স হ্যারি যখন সরাসরি নাম নেননি, তখন বিষয়টা প্রিন্স চার্লসের ঘাড়ে চাপিয়ে দেওয়া ঠিক হবে না। কেন না, প্রিন্স চার্লস-ই ছেলের বিয়েতে এই কৃষ্ণাঙ্গ গায়কদের সঙ্গীত পরিবেশনের আমন্ত্রণ জানিয়েছিলেন। এই দিকটা মাথায় রেখে বর্ণবিদ্বেষী তকমা তাঁকে দেওয়া যায় না!
advertisement
Written By: Anirban Chaudhury
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2021 2:36 PM IST