Porn Addiction: '১১ বছর বয়স থেকে পর্নোগ্রাফিতে আসক্ত, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি', স্বীকারোক্তি বিখ্যাত গায়িকার

Last Updated:

সারাদিন পর্নোগ্রাফি দেখে চলেছেন, আসক্তি কাটিয়ে ওঠার সাধ্য ছিল না বছর ১১-র মেয়েটার

নাওয়া-খাওয়া ভুলতে বসেছিলেন, সারাদিন পর্নোগ্রাফি দেখে চলেছেন, আসক্তি কাটিয়ে ওঠার সাধ্য ছিল না বছর ১১-র মেয়েটার (Porn Addiction)! কখন সকাল হচ্ছে, কখন রাত... কখন বিকেল গড়িয়ে সন্ধে... কোনও হুঁশ নেই! সারাক্ষণ নীল ছবিতে মজে ছোট্ট মেয়ে! এমনই ছোটবেলা কেটেছিল গ্র্যামি পুরস্কার বিজেতা গায়িকা-গীতিকার বিলি আইলিশ-এর। মাত্র ১১ বছর বয়স থেকে নীল ছবিই ছিল বিলি-র ধ্যান জ্ঞান (Porn Addiction)।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে ২০ বছর বয়সী এই মার্কিন পপ তারকা  জানান, সেই সময়ের অভিজ্ঞতা 'ভয়ঙ্কর' ছিল! তাঁর ভাষায়, '' ছোট থেকে পর্ন ছবি দেখতে দেখতে এমনই অভ্যাস হয়ে গিয়েছিল, পরবর্তিতে যখন সত্যিকারের সেক্স করলাম, খারাপ যৌনঅভিজ্ঞতায় সঙ্গীকে 'না' বলতে পারতাম না! মনে হত আদতে হয়তো যৌনতা বিষয়টা এরকমই, এগুলোই হয়তো ঠিক! রাতদিন ব্লু ফিল্ম দেখার ফলে মস্তিস্ক বিধ্বস্ত হয়ে পড়েছিল। আসলে পর্ন ফিল্ম স্বাভাবিক সম্পর্কের ধারনাগুলো শেষ করে দেয়। ''
advertisement
advertisement
এই মুহূর্তে গোটা বিশ্বের অন্যতম জনপ্রিয় পপ তারকা বিলি আইলিশ। নিজের দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘হ্যাপিয়ার দ্যান এভার বিলি’-তে গায়িকা গানও কম্পোজ করেছেন নিজের পর্ন আসক্তি নিয়ে। ভাঙা সম্পর্কের পর বাড়িতে একা থেকে কেমনভাবে পর্ন দেখে দেখে ধ্বংসের পথে এগিয়েছেন তিনি, তা উঠে এসেছে সেই গানে। ২০২১ সালের অন্যতম জনপ্রিয় অ্যালবাম এটি।
advertisement
'ব্যাড গাই' খ্যাত তারকার মতে, '' ছোটবেলায় ভাবতাম পর্ন ছবিকে খারাপ কেন বলা হয়? বেশ ভালই তো! আমার মনে হত, যৌনতা শেখার জন্য পর্ণ ছবি দেখা উচিৎ।'' সাক্ষাৎকারে বিলি এও জানান, যখন তিনি তাঁর এই আসক্তির কথা মাকে জানান, তিনি আতঙ্কিত হয়ে পড়েছিলেন। তিনি এও বলেন, '' অত ছোট বয়স থেকে পর্নছবি দেখার ফলে আমার মানসিক সমস্যা হত, রাতে দুঃস্বপ্ন দেখতাম। পর্নোগ্রাফিতে যা দেখানো হয় তা অত্যন্ত হিংস্র এবং নারীর প্রতি অপমানজনক, বিশেষ করে নারীর শরীর এবং যৌনতাকে  যেভাবে তুলে ধরা হয়, তা গর্হিত!''
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Porn Addiction: '১১ বছর বয়স থেকে পর্নোগ্রাফিতে আসক্ত, মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ি', স্বীকারোক্তি বিখ্যাত গায়িকার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement