#ভাটিকান সিটি: পোপকে দেখে আবেগ বাঁধ ভেঙেছিল ব্যারিকেডের ওপারে৷ সবাই একবার অন্তত পোপকে ছোঁয়ার চেষ্টা করছিলেন৷ ৮ থেকে ৮০ প্রায় ব্যারিকেড ভেঙে বেরিয়ে এসে পোপকে ছুঁতে চাইছেন৷ ২৫ ডিসেম্বরে একবার পোপকে ছুঁতে পারলে, তাঁর আশীর্বাদ পেলে ধন্য হয়ে যাবে জীবন৷ এই আশায় ব্যারিকেডের ওপার থেকে হাজার হাজার হাত৷ পোপ হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন৷ কখনও কোনও শিশুকে আদর করছেন৷
This Pope will now champion the rights of all to bodily autonomy. Right?
pic.twitter.com/iKxPbQjQRO—
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Pope Francis, Vatican City