হোম /খবর /বিদেশ /
মহিলার হাতে চড় মেরে পোপ বললেন, 'মেজাজ হারিয়ে ফেলেছিলাম'

মহিলার হাতে চড় মেরে পোপ বললেন, 'মেজাজ হারিয়ে ফেলেছিলাম'

মেজাজ হারানোর মুহূর্তে পোপ ফ্রান্সিস

মেজাজ হারানোর মুহূর্তে পোপ ফ্রান্সিস

হঠাত্‍ ভিড়ের মধ্যে থেকে এক মহিলা পোপের হাত ধরলেন৷ পোপও তাঁর সঙ্গে হাত মেলালেন৷ কিন্তু মহিলা নাছোড়বান্দা৷ পোপের হাত টেনে একের পর এক চুমু৷

  • Last Updated :
  • Share this:

#ভাটিকান সিটি: পোপকে দেখে আবেগ বাঁধ ভেঙেছিল ব্যারিকেডের ওপারে৷ সবাই একবার অন্তত পোপকে ছোঁয়ার চেষ্টা করছিলেন৷ ৮ থেকে ৮০ প্রায় ব্যারিকেড ভেঙে বেরিয়ে এসে পোপকে ছুঁতে চাইছেন৷ ২৫ ডিসেম্বরে একবার পোপকে ছুঁতে পারলে, তাঁর আশীর্বাদ পেলে ধন্য হয়ে যাবে জীবন৷ এই আশায় ব্যারিকেডের ওপার থেকে হাজার হাজার হাত৷ পোপ হাসিমুখে সবার সঙ্গে হাত মেলাচ্ছেন৷ কখনও কোনও শিশুকে আদর করছেন৷

Published by:Arindam Gupta
First published:

Tags: Pope Francis, Vatican City