PM Narendra Modi Muhammad Yunus Meet: অবশেষে ব্যাঙ্ককে মোদির শরণে মহম্মদ ইউনূস! ভারত ছাড়া চলবে কী করে বাংলাদেশের, সাহায্যের আর্জি অন্তর্বর্তী প্রধানের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
PM Narendra Modi Muhammad Yunus Meet: থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দেখা হল এবং কথা হল মোদি ও ইউনূসের।
কলকাতা: অবশেষে মুখোমুখি বৈঠক নরেন্দ্র মোদি ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। থাইল্যান্ডের ব্যাঙ্ককে বিমসটেক সম্মেলনের ফাঁকে দেখা হল এবং কথা হল মোদি ও ইউনূসের। ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন তাঁরা। সেখানেই বৈঠক করছেন মোদি-ইউনূস।
অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক এটি। এর আগে ব্যাংককে বৃহস্পতিবার বিমসটেক সম্মেলনের নৈশভোজে দুই নেতার সাক্ষাৎ হয় এবং তাঁরা কুশলাদি বিনিময় করেন। নৈশভোজে উভয় নেতাকে বেশ কিছু সময় ধরে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টার মধ্যে ঝড়-বৃষ্টিতে তোলপাড় হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ! জারি বাজের সতর্কতা, আবহাওয়ার বড় খবর
শুক্রবার ব্যাঙ্ককের শিংরিলা হোটেলে মধ্যাহ্নভোজের পর দুই নেতা বৈঠকে বসেন। এই বৈঠকের ব্যাপারে বাংলাদেশ সরকার ভারতের কাছে একাধিকবার আর্জি জানিয়েছিল। অনেক করে অনুরোধ করায় প্রধানমন্ত্রী মোদি রাজি হয়েছেন। দু’জনেই বিমসটেক সম্মেলনে যোগ দিতে ব্যাঙ্ককে রয়েছেন।
advertisement
advertisement
আরও পড়ুন: চাকরি হারাতেই হাউ হাউ কান্না, কী হবে ভবিষ্যৎ? স্বেচ্ছামৃত্যু চাইছেন চাকরিহারা শিক্ষিকারা
গত ৫ অগাস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের পর টানাপড়েনের মধ্যে যাচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক। বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়ন, সীমান্তে কাঁটাতার ইস্যু থেকে মেডিক্যাল ভিসা-ব্যবসা-বাণিজ্য নানা বিষয়ে তাঁদের মধ্যে কথা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 04, 2025 12:50 PM IST