Plane Accident: এয়ার শো চলাকালীন হঠাৎ নিয়ন্ত্রণ হারায় প্লেন! হাওয়ায় পাক খেতে খেতে আছড়ে পড়ল মাটিতে, দেখুন ভিডিও...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Plane Accident: এয়ার শো চলাকালীন ভয়াবহ বিমান দুর্ঘটনায় অভিজ্ঞ পাইলট জেমস ও’কনেল নিহত হয়েছেন। বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পরে, যার ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে...
সালদানহা: দক্ষিণ আফ্রিকার সালদানহায় অনুষ্ঠিত ওয়েস্ট কোস্ট এয়ার শো চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় এক পাইলটের মৃত্যু হয়েছে। শনিবার (স্থানীয় সময়) এই দুর্ঘটনা ঘটে, যখন ইমপালা MKII নামের একটি বিমান আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে আছড়ে পরে।
প্রত্যক্ষদর্শীদের মতে, বিমানটি আকাশে অ্যারোবেটিক শো করছিল, কিন্তু হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে অনেক উঁচু থেকে প্রচণ্ড গতিতে নিচে নামতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যেই সেটি মাটিতে আছড়ে পড়ে, যার ফলে এক ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আকাশজুড়ে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
advertisement
advertisement
পাইলট জেমস ও’কনেল ছিলেন একজন অভিজ্ঞ ও দক্ষ টেস্ট পাইলট। এয়ার শোর আয়োজকরা এক বিবৃতিতে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। প্রাথমিক তদন্তে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার আগে তিনি বিমান থেকে বের হওয়ার চেষ্টাও করেননি।
আরও পড়ুন: ভয়ঙ্কর ৯.৫ মাত্রার ভূমিকম্পে বেসামাল হয় চিলি! পাল্টায় মানচিত্র, সুনামির গ্রাসে জাপান, নিউজিল্যান্ড…
advertisement
এই দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। দক্ষিণ আফ্রিকার সিভিল এভিয়েশন অথরিটি (SACAA) এবং দেশটির বিমান বাহিনী তদন্ত শুরু করেছে।
FATAL PLANE CRASH: A SOUTH AFRICA Air Force Impala (Retired) crashed today at the Saldanha Air Show after the pilot stated he was having mechanical issues and tried to land the plane.
A second plane accident in South Africa today, that of a Beechcraft Bonanza, is under… pic.twitter.com/it7MKF6oO1
— ✝️ Dr Margaret Aranda Ferrante, MD PhD FACFEI ♿️ (@TheRebelPatient) March 22, 2025
advertisement
বিশ্বব্যাপী এয়ার শো চলাকালীন বিমান দুর্ঘটনার ঘটনা বিরল নয়। অতীতে, বিভিন্ন দেশে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, যার মধ্যে রয়েছে পাইলটের ভুল, যান্ত্রিক ত্রুটি, বা প্রতিকূল আবহাওয়া। বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত জটিল অ্যারোবেটিক ম্যানুভার করার সময় বিমানের স্টল হয়ে যাওয়া কিংবা ওভারলোডের কারণে নিয়ন্ত্রণ হারানোর সম্ভাবনা বেশি থাকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 29, 2025 3:30 PM IST