United Airlines: পদোন্নতি হলেই বিপদ! একাধিক পাইলটই ক্যাপ্টেন পদ অস্বীকার করছেন, কারণ জানলে চমকে যাবেন
- Published by:Teesta Barman
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
United Airlines: আমেরিকান বিমান সংস্থাগুলিতে যেন উলটপুরাণ! বিমানচালক বা পাইলটরা পদোন্নতির প্রস্তাব নাকচ করে দিচ্ছেন। পদোন্নতির পরীক্ষায় পাশ করলেও পদ গ্রহণ করতে অস্বীকার করছেন।
চাকরিতে পদোন্নতি কে না চান! আসলে পদোন্নতির সঙ্গে সঙ্গে বেতনবৃদ্ধিরও যোগ থাকে অধিকাংশ ক্ষেত্রেই। কিন্তু আমেরিকান বিমান সংস্থাগুলিতে যেন উলটপুরাণ! বিমানচালক বা পাইলটরা পদোন্নতির প্রস্তাব নাকচ করে দিচ্ছেন। উদাহরণ হিসেবে ইউনাইটেড এয়ারলাইন্সের ফার্স্ট অফিসার ফিল অ্যান্ডারসনের পদোন্নতি হয়ে ক্যাপ্টেন হওয়ার কথা ছিল। কিন্তু তিনি সেই পদোন্নতির প্রস্তাব প্রত্যাখ্যান করে এর কারণ হিসেবে জানিয়েছেন যে, পদোন্নতি এবং বেতনবৃদ্ধি তো হবেই, কিন্তু এর জন্য যখন-তখন ডিউটিতে পড়বে। যেটা তিনি একেবারেই চান না।
শুধু অ্যান্ডারসনই নন, একই কথা বলছেন ওই বিমানসংস্থার বহু বিমানচালক। যাঁরা পদোন্নতির পরীক্ষায় পাশ করলেও পদ গ্রহণ করতে অস্বীকার করছেন। যার ফলে ক্যাপ্টেনের প্রচুর পদ ফাঁকাই পড়ে থাকছে। এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞ এবং বিমানসংস্থার আধিকারিকরা। ক্যাপ্টেন হলেন প্রধান পাইলট। আর ক্যাপ্টেনের অভাবে আগামী এক বছরের মধ্যে উড়ানের সংখ্যাও কমে যেতে পারে।
advertisement
advertisement
এখানেই শেষ নয়, কিছু কিছু ছোট আঞ্চলিক উড়ানও কমেছে। মূলত কর্মীদের ঘাটতির জেরে প্রায় ২০ শতাংশ হ্রাস পেয়েছে উড়ান। এমনটাই জানালেন প্রাক্তন এয়ারলাইন একজিকিউটিভ রবার্ট মান। তাঁর আশঙ্কা, যদি পাইলটরা ক্যাপ্টেনের পদ নিতে অস্বীকার করেন, তাহলে ইউনাইটেডের মতো বিমানসংস্থাগুলি প্রবল সমস্যার সম্মুখীন হবে। কারণ একই উড়ানে দুজন ফার্স্ট অফিসার থাকতে পারেন না। আসলে একজন ক্যাপ্টেন থাকা আবশ্যক।
advertisement
একই সমস্যা দেখা গিয়েছে আমেরিকান এয়ারলাইন্সের ক্ষেত্রেও। পরিসংখ্যান বলছে, ওই বিমান সংস্থার প্রায় সাত হাজারেরও বেশি বিমানচালক ক্যাপ্টেন পদ অস্বীকার করেছেন। আমেরিকান পাইলটস ইউনিয়নের মুখপাত্র ডেনিস ট্যাজের জানান যে, বিগত ৭ বছরে প্রায় দ্বিগুণ সংখ্যক বিমানচালক পদোন্নতি অস্বীকার করেছেন।
advertisement
কিন্তু এর কারণ কী? ইউনাইটেড এয়ারলাইন্সের বেশ কিছু বিমানচালক সংবাদমাধ্যমের কাছে জানিয়েছেন যে, সিনিয়র ফার্স্ট অফিসাররা পদোন্নতি চান না, কারণ তাঁরা জুনিয়র ক্যাপ্টেন হওয়ার জন্য সিনিয়রিটি হাতছাড়া করতে চাইছেন না। আর ব্যক্তিগত জীবনে ব্যাঘাত ঘটার আশঙ্কাও অন্যতম বড় কারণ। এখানেই শেষ নয়, বিমানচালকদের দাবি, তাঁদের ডে-অফের দিনগুলিতেও তাঁদের কাজ করতে বাধ্য করা হতে পারে। এমনকী ট্রিপ পরিবর্তন কিংবা তার মেয়াদ বাড়ানোও হতে পারে। যদিও শোনা যায় যে, নতুন পাইলট চুক্তিতে ডেল্টা এবং আমেরিকান এয়ারলাইন্স এই পেশাগত এবং ব্যক্তিগত জীবনের ভারসাম্য সংক্রান্ত সমস্যার সমাধান তুলে ধরার চেষ্টা করেছে।
advertisement
তবে ৪৮ বছর বয়সি ইউনাইটেডের ফার্স্ট অফিসার ফিল অ্যান্ডারসন ইন্ডিয়ানার বাসিন্দা তিন সন্তানের জনকের কথায়, “আমি ক্যাপ্টেন পদ গ্রহণ করলে হয়তো আমার বেতন ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারত। কিন্তু এর জন্য আমাকে অনেক বড় মূল্য চোকাতে হত। আসলে ক্যাপ্টেন পদের দায়িত্ব নিলে আমার বিবাহবিচ্ছেদ হয়ে যেত। আর প্রতি সপ্তাহান্তে হয়তো সন্তানদের সঙ্গে দেখা করতে হত।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 24, 2023 10:56 AM IST